IQNA

সুকুক বিক্রি করে সবচেয়ে বেশি আয় ইন্দোনেশিয়ার

3:43 - January 18, 2023
সংবাদ: 3473187
তেহরান (ইকনা): গত অর্থ বছরে ইসলামী বন্ড সুকুক বিক্রি করে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছে ইন্দোনেশিয়া। 
দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ ও ১০ বছর মেয়াদি সুকুক বিক্রি করে ৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে এখন পর্যন্ত এটাই পৃথিবীর সর্ববৃহৎ পরিমাণ। এর মধ্যে পাঁচ বছর মেয়াদি কুপনের পরিমাণ ৪.৪০ শতাংশ এবং ১০ বছর মেয়াদি কুপনের পরিমাণ ৪.৭০ শতাংশ। 
 
অর্থনীতিতে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও এই পরিমাণ সুকুক বিক্রির ঘটনাকে ইন্দোনেশিয়া বড় ধরনের অর্জন হিসেবেই দেখছে। এর আগের বছর ইন্দেনেশিয়া ইসলামিক বন্ড সুকুক বিক্রি করে তিন বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল। সুকুকের নতুন ক্রেতাদের বেশির ভাগই এশিয়া ও মধ্যপ্রাচ্যের।
 
সূত্র : সিএনএ
captcha