IQNA

ট্রাম্প চান সরাসরি মঙ্গলে যেতে,নাসা চায় আগে চাঁদে

0:02 - January 29, 2023
সংবাদ: 3473247
তেহরান (ইকনা): " ট্রাম্প সঙ্গে সঙ্গে আবার নাসাপ্রধানকে চেপে ধরেন। এরপর ট্রাম্প অলড্রিনকেও জিজ্ঞেস করলে অলড্রিন বলেন, ‘সত্যি কথা বলতে, আমি গত ১০-১৫ বছরে কিছুটা হতাশ হয়েছি যুক্তরাষ্ট্রের এই মুহূর্তেই চাঁদে যাওয়ার সক্ষমতা নেই এ দেখে।’

চাঁদে মানুষ পাঠানোর ব্যয় যেনতেন ব্যাপার নয়। ১৯৬৯ সালের চন্দ্রজয়ে যুক্তরাষ্ট্রে ব্যয় শুধু আটলান্টিক মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী কৃত্রিম পানামা খাল খনন প্রকল্প এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পরমাণু বোমা বানানোর ‘ম্যানহাটন প্রকল্পের’ সঙ্গেই তুলনা করা যায়। " ---প্রথম আলো 
 
অলড্রিনের এ কথার পরিপ্রেক্ষিতে এখানে প্রশ্ন উত্থাপিত হয় : বর্তমানে কেন চাঁদে যাওয়ার সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ? ৫০ বছর আগে যদি চাঁদে যাওয়ার প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থেকে থাকে যুক্তরাষ্ট্রের এখন তো তা আরো বিকশিত ও উন্নত হয়ে মঙ্গল গ্রহ কেন আরো দূরের গ্রহে এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার সক্ষমতা নাসা ও যুক্তরাষ্ট্রের হয়ে যাওয়া বা থাকার কথা !! 
কিন্তু অল্ড্রিন বলছে অন্য কথা যে মঙ্গল গ্রহে যাওয়া তো দূরের কথা এখন চাঁদে যাওয়ারই সক্ষমতা নেই নাকি যুক্তরাষ্ট্রের এবং এ কারণে সে ( অল্ড্রিন ) নাকি হতাশ !!!!!
   আর অলড্রিনের এ কথা থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে ৫০ বছর আগে যুক্তরাষ্ট্র আসলেই চাঁদে গিয়েছিল কি না , নাকি নেভাডা মরুভূমির কোনো এক স্টুডিওতে চাঁদে যাওয়ার ড্রামা চিত্রায়িত করা হয়েছিল হলিউডের চলচ্চিত্র শিল্প ও সিনেমাটোগ্রাফির সাহায্য  ও সহযোগিতায় ?!! কারণ হলিউড চাঁদে যাওয়ার বহু আগেই স্টার ট্রেক টিভি সিরিয়াল তৈরি করেছিল যা তখন আমরা পূর্ব পাকিস্তান টেলিভিশন এবং পরে বাংলাদেশ টেলিভিশনে (১৯৭২ - ১৯৭৩ ) দেখেছি। আর ঐ সময় এই  সিরিয়াল দেখে আমাদের মনে হত যেন کهکشان ( গ্যালাক্সি থেকে  গ্যালাক্সি ) এবং سیاره به سیاره ( গ্রহ থেকে গ্রহে ) স্পেস শিপ যাচ্ছে ও এক্সপ্লোর করছে এতটা বাস্তব লাগত আমাদের শিশু ও কিশোর মনে । সন্দেহ আরো অধিক ঘনীভূত হয় যখন নাসা বলে : চাঁদে যাওয়ার অরিজিনাল ভিডিও চিত্র ও ফিল্ম নাকি আর্কাইভ থেকে হারিয়ে গেছে ?!! চাঁদে যাওয়ার যে সব ফিল্ম ও ভিডিও ফুটেজ আছে সেগুলো নাকি হারিয়ে যাওয়া অরিজিনাল ভিডিও ফুটেজ ও ফিল্মের কপি বা কপি থেকে কপি কৃত !!! হয়তো আবার কিছু কাল পরে নাসা বলবে যে হারিয়ে যাওয়া ঐ অরিজিনাল ভিডিও পাওয়া গেছে !!! এখন বোধ হয় নাসা কথিত ঐ অরিজিনাল ভিডিও ফুটেজ ও ফিল্মের রিএডিট করছে হলিউড ফিল্ম নির্মাতাদের নিয়ে যাতে করে কেউ যেন সহজে ধরতেই না পারে যে এই ফিল্ম অরিজিনাল ও আসল কিনা ?
আর ৫০ বছর পার হয়ে  এসে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে  যুক্তরাষ্ট্রের চাঁদে যাওয়ার ব্যাপারে সন্দেহ ও অবিশ্বাস দিন দিন বাড়ছে !!! কেন এমনটা হচ্ছে ?!!!
আমার মনে আছে যে ঐ সময় এমন এক পরিবেশ সৃষ্টি করেছিল পাশ্চাত্য মিডিয়া ও সংবাদ মাধ্যম সমূহ যে
চাঁদে যাওয়ার ব্যাপারে অবিশ্বাস বা সন্দেহ পোষণ করা ছিল গণ্ড মুর্খ , সেকেলে , মান্ধাতার আমলের লোক , অবৈজ্ঞানিক এবং জ্ঞান-বিজ্ঞানের শত্রু বলে বিবেচিত হওয়া । তাই সবাই প্রেস্টিজ ( মান-সম্মান ) রক্ষার খাতিরে এ ব্যাপারে বুঝে না বুঝে শুধু হ্যাঁ হ্যাঁ করত , সায় ও সমর্থন দিত । আর হোলোকস্টের মতো চাঁদে যাওয়ার ব্যাপারটাও একদম ধ্রুব সত্য বলেই ধরে নেওয়া ও প্রতিষ্ঠিত করা হয়েছিল বিজ্ঞান মহল ও সমাজে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আমাদের দেশের মতো দেশগুলোতে !!!! তাই কারো পক্ষে বিষয়টা প্রত্যাখ্যান অথবা অন্ততঃ সন্দেহ পোষণ সম্ভব ছিল না। কিন্তু পাশ্চাত্যে এবং স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রে চাঁদে যাওয়ার বিষয় প্রত্যাখ্যানকারী ও অন্ততঃ সন্দেহ পোষণকারীদের অনেকেই অ্যাকাডেমিক ব্যক্তিত্ব , উচ্চ শিক্ষিত , বিজ্ঞানীও রয়েছেন যাদের কথা ও বক্তব্য কন্সপিরেসি থিওরীর বাহানায় নাকচ করা হয় এবং মেইন স্ট্রীম মিডিয়ায় তাদের বক্তব্য আসে না বা স্থান পায় না !! এরপর কি সন্দেহ আরো শক্তিশালী ও ঘনীভূত হবে না ?!!!
আমাদের দেশের মতো দেশসমূহের আধুনিক পাশ্চাত্য শিক্ষিতদের মধ্যে মারাত্মক এক প্রবণতা আছে যে পাশ্চাত্য জ্ঞান - বিজ্ঞানের ক্ষেত্রে যে ছাইপাশ কথা বলুক না কেন তা নির্দ্বিধায় যাচাই-বাছাই না করে বরং চোখকান বন্ধ করে ওয়াহ - ই মুনযালের মতো মেনে নিতে হবে। কারণ ওরা ( পশ্চিমারা ) এ ক্ষেত্রে পথিকৃৎ ও মার্জা ( অথরিটি ) । তাই আমাদের সবার উচিত সাম্ ও তাআহ্ ( শুনলাম ও মানলাম) !!! এই মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন একান্ত বাঞ্ছনীয়। 
 
প্রথম আলোর খবরের এই শিরোনামটাও খুবই জালিব ( আকর্ষণীয়) এ জন্য যে ট্রাম্প গো ধরেছিল যে এখন মঙ্গল গ্রহে যেতে হবে । নাসা তাকে বাধা দিয়ে বলেছে যে আগে চাঁদে যেতে হবে । তার মানে কী ? ৫০ বছর আগে তোমরা চাঁদে যাও নি যে এখন বলছ যে আগে মঙ্গল গ্রহে নয় বরং চাঁদে যেতে হবে । কারণ চাঁদে গিয়ে হাত পাকাতে হবে । তখন মঙ্গ
 
ল গ্রহে যাওয়া তুলনামূলক ভাবে সম্ভব ও সহজ হবে !! ৫০ বছর আগে চাঁদে গিয়ে থাকলে ট্রাম্পের দৃষ্টিতে এখনতো মঙ্গল গ্রহেই যেতে হবে । পুনরায় চাঁদে যাওয়া নিষ্প্রয়োজন ও ফালতু। কারণ এতে শুধু শুধি টাকাপয়সার শ্রাদ্ধ হবে এবং বহু মূল্যবান সময়ও নষ্ট হবে। ট্রাম্প তো আর জানে না যে চাঁদেই যাওয়া হয় নি ! তার দৃষ্টিতে চাঁদে গিয়ে থাকলে তাও আবার আজ থেকে ৫০ বছর আগে তাহলে এখন তো নাসার অন্ততঃ মঙ্গল গ্রহে যাওয়া উচিৎ অর্থাৎ মঙ্গল গ্রহ জয়ের যাত্রা করা উচিত ! হয়তো চাঁদে যাওয়ার ব্যাপারে ট্রাম্পেরও অবিশ্বাস বা সন্দেহ আছে যা সে এ ভাবে ব্যক্ত করেছে : এখন সরাসরি মঙ্গল গ্রহে যেতে হবে ; কিন্তু নাসা চাচ্ছে আগে চাঁদে যেতে । এ ছাড়া কি এ খবরের শিরোনামের আর কোনো মানে আছে ?!!!
মঙ্গল গ্রহের আগে চাঁদে যাওয়ার যে গো ও জেদ নাসা ধরেছে তা থেকে কি ধারণা করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে চাঁদে যায় নি বরং চাঁদে যাওয়া ছিল স্টার ট্রেকের মতো হলিউডের বানানো কোনো চলচ্চিত্র ? !!!
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
ট্যাগ্সসমূহ: মুনীর হুসাইন খান
captcha