IQNA

কোরআনে বর্ণিত কারুনের প্রাসাদ কোথায়

15:58 - January 31, 2023
সংবাদ: 3473261
তেহরান (ইকনা):  আল্লাহর শাস্তিপ্রাপ্ত যেসব ব্যক্তির আলোচনা কোরআনে এসেছে, তাদের একজন কারুন।
আল্লাহর শাস্তিপ্রাপ্ত যেসব ব্যক্তির আলোচনা কোরআনে এসেছে, তাদের একজন কারুন। পূর্ববর্তী আসমানি গ্রন্থ ও ঐতিহাসিকদের দাবি, কারুন মুসা (আ.)-এর চাচাতো ভাই ছিল। আল্লাহ তাকে অঢেল সম্পদের মালিক বানালেও কার্পণ্যের কারণে সে ধ্বংস হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত; কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল।’ (সুরা কাসাস, আয়াত : ৭৬)
 
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি তাকে (কারুন) ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না, যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। (সুরা কাসাস, আয়াত : ৮১)
 
মিসরের ফায়ুম শহরে ‘কারুন হ্রদ’ নামে একটি হ্রদ আছে এবং তাঁর পাশেই আছে ‘কাসরে কারুন’ (কারুনের প্রাসাদ) নামে একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ। ধারণা করা হয়, আল্লাহ মাটি ধসিয়ে দেওয়ায় এই হ্রদের সৃষ্টি হয় এবং প্রাসাদটিও কারুনের।
 
মাদায়েন প্রজেক্ট অবলম্বনে
captcha