IQNA

যে কারণে উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান

11:05 - February 05, 2023
সংবাদ: 3473287
তেহরান (ইকনা): অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। কয়েক দিন ধরেই সংস্থাটির সঙ্গে ইসলামাবাদের সংঘাত বাড়ছিল। উইকিপিডিয়ার সাইট থেকে ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল দেশটির প্রশাসন। কিন্তু তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শেহবাজ শরীফ সরকার। 
এর আগে পাকিস্তান টেলিকম কর্তৃপক্ষের (পিটিএ) পক্ষ থেকে দুই দিনের জন্য উইকিপিডিয়ার পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছিল। সাইট থেকে ধর্মদ্রোহ সংক্রান্ত বিষয়বস্তুকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংস্থাটিকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে একেবারেই কান দেয়নি অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত এই সংস্থা। এরপর উইকিপিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের আদালত। সেই নির্দেশ মেনে সংস্থাটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
 
উইকিপিডিয়াকে নিষিদ্ধ করার কথা টুইট করে জানায় পিটিএ। তারা লিখেছে, ‘উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রবন্ধ সাইট থেকে সরানো হয়নি। ইচ্ছাকৃতভাবে সমস্ত নির্দেশ অবজ্ঞা করা হয়েছে। ওই প্রবন্ধ সরানোর জন্য ৪৮ ঘণ্টা যথেষ্ট বেশি সময়। সে কারণেই উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
 
সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলোতে কড়া নজরদারি শুরু করেছে পাকিস্তানের প্রশাসন। বেশ কিছু সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েক দিন আগে সাত শতাধিক ইউটিউব লিংক ব্লক করে দেয় তারা। এই লিংকগুলোর মাধ্যমে ‘ইসলামবিরোধী’ মত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে সরকার।
 
এদিকে উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করতেই পাকিস্তানজুড়ে উঠেছে নিন্দার ঝড়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ডিজিটাল রাইটস ফাউন্ডেশন। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের পত্থ থেকে বলা হয়েছে, ‘সম্পূর্ণ বেআইনিভাবে উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সংবিধানবিরোধী কাজ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা হাস্যকর।’ সরকারের এই সিদ্ধান্তের জেরে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষকদের ক্ষতি হবে বলেই দাবি করেছে সংগঠনটি।
 
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাকিস্তানের সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত। কয়েক দিন আগে পেশোয়ারের মসজিদে হওয়া বিস্ফোরণের নেপথ্যে আইএসআইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলেছে পাকিস্তান পুলিশের একাংশ। এই অবস্থায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ করে বিরুদ্ধ স্বর বন্ধ করার চেষ্টা হলো বলেই মনে করছেন তারা।
 
সূত্র : এই সময়
 
captcha