IQNA

সিরিয়া ও তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বের বিভিন্ন দেশর সাহায্য + ভিডিও

21:21 - February 07, 2023
সংবাদ: 3473299
তেহরান (ইকনা): তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের প্রেরণ শুরু হয়েছে এবং কিছু দেশ এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তাদের সাহায্য বাহিনী পাঠিয়েছে।

রাশিয়ার জরুরী মন্ত্রক ঘোষণা করেছে যে সোমবারের বিধ্বংসী ভূমিকম্পের পরিণতিগুলিতে সহায়তা করতে রাশিয়ার সাহায্যকর্মীরা তুরস্ক এবং সিরিয়ায় গেছে।

এই বিবৃতিতে বলা হয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে, রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোরেনকভ তুরস্ক ও সিরিয়ায় সাহায্য কর্মীদের একটি দল পাঠিয়েছেন।

TASS নিউজ এজেন্সির মতে, রুশ সাহায্য কর্মীদের নিয়ে তিনটি বিমান তুরস্কে গেছে। মোট ১০০ জনেরও অধিক উদ্ধারকারী এবং সেইসাথে স্নিফার কুকুর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য তুরস্ক এবং সিরিয়াতে পাঠানো হবে।

চায়না সেন্ট্রাল টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে যে দেশটি ঘোষণা করেছে যে, তারা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি সহায়তা হিসাবে প্রাথমিক ভাবে ৪০ মিলিয়ন ইউয়ান ($5.9 মিলিয়ন ডলার) সহায়তা প্রদান করবে।

 

সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত দুই দেশে পাঁচ হাজারেরও বেশি মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, তুরস্কের মৃতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ৪১৯-এ পৌঁছেছে। এ ছাড়া আরো ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছে এবং প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০২।

 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি হালনাগাদ পরিসংখ্যানে জানিয়েছে, ২৪ হাজার ৪০০ জনেরও বেশি জরুরি কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছেন। তবে হিমাঙ্কের পরিস্থিতি এই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করতে পারে বলে উদ্বেগ রয়েছে।

 

এদিকে জাতিসংঘ, ইইউ, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে। 4120494

 

captcha