IQNA

ওমানের সেরা ইসলামী ব্যাংক নিজওয়া

0:02 - February 08, 2023
সংবাদ: 3473304
তেহরান (ইকনা): ব্যাংক নিজওয়া ওমানের সবচেয়ে দ্রুত বিকাশমান ইসলামী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ‘মোস্ট ইনোভেটিভ ইসলামিক ব্যাংক’ (সবচেয়ে উদ্ভাবনী ও সৃজনশীল ইসলামী ব্যাংক) হিসেবে পুরস্কৃত হয়েছে।
‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন’ এই পুরস্কার প্রদান করেছে। পত্রিকাটি সারা বিশ্বের বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। দুবাইয়ের জুমাইরাহএমিরেটস টাওয়ারে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় এবং ব্যাংক নিজওয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ আল-কায়েদ ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
 
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন বলছে, ব্যাংক নিজওয়া ওমানে ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসার প্রসারে নেতৃত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটিকে পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কার ব্যাংক নিজওয়ার শরিয়াহসম্মত পণ্য উদ্ভাবন ও প্রসারে তার সাফল্যেরই স্বীকৃতি। এ ছাড়া ব্যাংকটি তৃণমূল পর্যায়ে তার কার্যক্রম প্রসারিত করেছে।
 
খালিদ আল-খায়েদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘একটি স্থানীয় ব্যাংক হয়ে আন্তর্জাতিক পুরস্কার লাভ করা আমাদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের অর্জনের একটি মৌলিক কারণ হচ্ছে, গ্রাহককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং সমাধান প্রদানে আমাদের অঙ্গীকার। এ ছাড়া আছে, গ্রাহককে প্রাধান্য দিয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান। যাতে ব্যাংক ও গ্রাহক উভয়ই সন্তুষ্ট। আমরা আমাদের সুনাম ধরে রাখার এবং ওমান সালতানাতের আন্তর্জাতিক ইসলামী অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা অব্যাহত রাখব।’ সূত্র : জাওয়া ডটকম
captcha