IQNA

ফিলিস্তিনের সবচেয়ে বয়স্ক বন্দীর মুক্তি

20:30 - March 14, 2023
সংবাদ: 3473476
ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষটি মুক্তি পেয়েছেন।
তার নাম ফুয়াদ সুবাকি। দখলদার ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে ১৭ বছর পর মুক্তি পেয়েছেন ৮৩ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক। ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষ ছিলেন তিনি।
 
কথিত অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরাইলের সামরিক আদালত। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ১৭ বছরে নিয়ে আসা হয়। ফুয়াদ ইসরাইলের আস্কেলন কারাগারে বন্দি ছিলেন। সোমবার (১৩ মার্চ) বহুল প্রতীক্ষিত মুক্তি পান তিনি। ফুয়াদ সুবাকি ফাতাহ মুভমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মী ছিলেন। 
 
তাকে ২০০২ সালে দ্বিতীয় ইন্তিফাদার চূড়ান্ত মুহূর্ত চলার সময় গ্রেপ্তার করেছিল ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীই। ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরান থেকে কারিন নামের একটি জাহাজে করে গাজা উপত্যকায় অস্ত্র নিয়ে আসার চেষ্টা করেছিলেন। ওই জাহাজটি লোহিত সাগরে আটক করেছিল ইসরাইলের সেনারা।
 
২০০২ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফুয়াদকে আটক করে পশ্চিম তীরেরে জেরিকো শহরের কারাগারে রেখেছিল। ওই কারাগারটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন ছিল। 4127983
captcha