IQNA

রমজানে মসজিদে এসে মুগ্ধ জার্মান পরিবার

0:37 - March 30, 2023
সংবাদ: 3473544
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাসের প্রথম জুমায় জার্মানির একটি মসজিদে আসে একটি পরিবার। গত শুক্রবার (২৪ মার্চ) জার্মানির আল-সালাম মসজিদের শান্তিপূর্ণ পরিবেশে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে পরিবারটির সব সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাদের কালেমা শাহাদাত পড়তে দেখা যায়। 
আলজাজিরা মুবাশির সূত্রে জানা যায়, পরিবারের সব সদস্যদের নিয়ে জার্মানির দক্ষিণাঞ্চলীয় আস-সালাম মসজিদে আসে এক দম্পতি। তাদের সঙ্গে এক মেয়ে ও তিন ছেলেসহ চার সন্তানকে দেখা যায়। মসজিদে এসে তারা ইসলাম গ্রহণের কথা জানান। 
 
 
সিরিয়ান বংশোদ্ভূত সাংবাদিক আহমদ আল-হাওয়াস তাদের ছবি শেয়ার দিয়ে জানান, সত্যিই ইসলাম একটি মহান ধর্ম। পবিত্র মাসে একটি পরিবারের সব সদস্য ইসলাম গ্রহণ করেছে। মূলত আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শনের ইচ্ছা করেন তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করেন। 
 
আলজাজিরা মুবাশিরকে তিনি আরো বলেন, গত শুক্রবার জার্মানির ব্যাডেন-ওয়ার্টেমবার্গ প্রদেশের আস-সালাম মসজিদে জুমার নামাজের পর অভিনব এই ঘটনা ঘটে। মসজিদের সংশ্লিষ্টদের কাছে একটি পরিবার এসে ইসলাম গ্রহণে আগ্রহের কথা জানায়। এরপর কালেমা শাহাদাত পাঠ করেন। 
 
ভিডিওতে দেখা যায়, পরিবারের পুরুষ লোকটি আরবি ও জার্মান ভাষায় কালেম শাহাদাত পাঠ করেন। এ সময় তার পাশে তার স্ত্রী ও এক মেয়েকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। তাদের তিন সন্তানও তাদের সঙ্গে কালেমা পাঠ করে। 
 
 
জার্মানিতে আনুমানিক ৫০ লাখের বেশি মুসলিম বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ছয় শতাংশের মতো। সুউচ্চ ডোম ক্যাথেড্রালের জন্য বিখ্যাত কোলন শহরে লক্ষাধিক মুসলিমের বসবাস রয়েছে। গত বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে কোলন শহরের সেন্ট্রাল মসজিদে উচ্চৈঃস্বরে আজান শুরু হয়। এখানকার মুসলিমদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত। 
 
সূত্র : আলজাজিরা মুবাশির
 
captcha