IQNA

রমজানের সপ্তম দিনের দোয়া: নামায ও রোজা পালনে আল্লাহর সহযোগিতা

23:44 - March 30, 2023
সংবাদ: 3473547
তেহরান (ইকনা): বিশেষ রোজা রাখতে এবং ইবাদত বন্দেগীর পথ অতিক্রম করতে অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এই বিষয়টি মূলত রমজানের সপ্তম দিনের দোয়াতে উঠে এসেছে।

রমজানের সপ্তম দিনের দোয়ায় আমরা পাঠ করে থাকি:
اَللّهُمَّ اَعِنّی فيهِ عَلی صِيامِهِ وَقِيامِهِ، وَجَنِّبْنی فيهِ مِنْ هَفَواتِهِ وَ اثامِهِ ،وَارْزُقْنی فيهِ ذِكْرَكَ بدَوامِهِ، بِتَوْفيقِكَ يا‌هادِی الْمُضِلّينَ
হে আল্লাহ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথহারাদের পথ প্রদর্শনকারী।
প্রথম বার্তা: নামায ও রোজা পালনে আল্লাহর সহযোগিতা
আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তবে আমরা ইবাদতের সময় ক্ষুধা ও ক্লান্তি অনুভব করব না। আল্লাহর সাহায্য চাওয়ার অর্থ এই নয় যে আমরা কোণে বসে থাকব, বরং আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং নিজেদেরকে প্রস্তুত করা উচিত। কারণ একজন ব্যক্তি যতক্ষণ না চেষ্টা করে, সফল হয় না।
আল্লাহ তায়ালা বলেন: وَالَّذِینَ جَاهَدُوا فِینَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِینَ যারা আমার পথে সাধনায় আত্ম-নিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্ম-পরায়ণদের সাথে আছেন। ইমাম রেজা (আ.) বলেন: مَن سَأَلَ اللهُ التَوفیق وَ لَم یَجتَهِد فَقَد اِستَهز، بِنَفسِه যে কেউ আল্লাহর কাছে সাফল্যের জন্য প্রার্থনা করে, কিন্তু পরিশ্রম ও চেষ্টা না করে, তাহলে সে নিজেকে উপহাস করেছে। অতএব, সৎকাজে সর্বশক্তিমান আল্লাহর সাহায্য পাবার জন্য আমাদের অবিচল, দৃঢ়, সংকল্পবদ্ধ এবং অক্লান্ত পরিশ্রমী হওয়া প্রয়োজন।
দ্বিতীয় বার্তা: গোনাহ থেকে দুরে থাকা
হাবিকে উদ্দেশ্য করে আল্লাহর রসূল (সা:) এর বলেন, কিয়ামতের দিন যার কাছে তিনটি জিনিস থাকবে না, সে ক্ষতিগ্রস্ত হবে: ১) যে ব্যক্তি আল্লাহর ভয় যা তাকে হারাম থেকে বিরত রাখে। ২) ধৈর্য যা অজ্ঞতার বিপরীত। ৩) সদাচরণ, যার মাধ্যমে সে মানুষের সাথে বসবাস করে।
তৃতীয় বার্তা: স্থায়ী জিকিরের জন্য আহবান
ইসলামের সম্মানিত রসূল (সা.) বলেছেন: আল্লাহর নিকট প্রিয়তম কাজ হচ্ছে যা চলমান থাকে, হোক তা নগণ্য। আল্লাহ তায়ালা বলেন: : وَمَنْ یَعْشُ عَنْ ذِکْرِ الرَّحْمَنِ نُقَیِّضْ لَهُ شَیْطَانًا فَهُوَ لَهُ قَرِینٌ যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।
চতুর্থ বার্তা: তৌফিক আল্লাহর পক্ষ থেকে:
কুরআনের অভিধানে তৌফিক শব্দের অর্থ হল সহজ করা। মানুষের প্রতি আল্লাহর তৌফিক বলতে আল্লাহর পছন্দনীয় কাজের প্রতি তার অন্তর ঝুঁকতে থাকে, এই পথ অতিক্রম তার জন্য সহজ হয়ে যায়।
কুরআনে করীমে এ বিষয়ে এসেছে: فَأَمَّا مَنْ أَعْطى‏ وَ اتَّقى‏ وَ صَدَّقَ بِالْحُسْنی অতএব, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং খোদাভীরু হয়, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, দ্রুতই তাকে বেহেশতে প্রবেশ করানোর জন্য প্রস্তুত করা হবে এবং আরামদায়ক জীবন যাপনের দিকে নিয়ে যাওয়া হবে।
* হুজ্জাতুল ইসলাম রূহুল্লাহ বিদারাম কর্তৃক রচিত নাজওয়া-এ রুযেদারান গ্রন্থ হতে উদ্ধৃত।

captcha