IQNA

"তাসনিম" গ্রুপের সম্বলিত তিলাওয়াত + ভিডিও

0:01 - December 18, 2024
সংবাদ: 3476551
ইকনা- ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের তাসনিম গায়ক দলের সদস্যরা ক্বারি শাহাত মোহাম্মাদ আনোয়ার অনুরুপে সূরা নাযি‘আতের কয়েক আয়াত তিলাওয়াত করেছেন। 

ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের তাসনিম গায়ক দলের সদস্যরা ক্বারি শাহাত মোহাম্মাদ আনোয়ার অনুরুপে সূরা নাযি‘আতের কয়েক আয়াত তিলাওয়াত করেছেন। 

সম্বলিত তেলাওয়াতে, ক্বারি শাহাত মোহাম্মদ আনোয়ারের তেলাওয়াত থেকে নেওয়া সূরা মুবারাকা নাযি‘আতের ২৬ থেকে ৩০নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করা হয়েছে।

 

 

 

 

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِیمِ

অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে


إِنَّ فِی ذَلِکَ لَعِبْرَةً لِمَنْ یَخْشَى ﴿۲۶﴾

অবশ্যই এতে তার জন্য শিক্ষা রয়েছে যে ভয় করে। 

أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ بَنَاهَا ﴿۲۷﴾

তোমাদের সৃষ্টি কঠিনতর, না আকাশের যা তিনি নির্মাণ করেছেন?

رَفَعَ سَمْکَهَا فَسَوَّاهَا ﴿۲۸﴾

তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও একে সুবিন্যস্ত করেছেন।

وَأَغْطَشَ لَیْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا ﴿۲۹﴾

আর তিনি এর রজনীকে তিমিরাচ্ছন্ন করেছেন এবং এর পূর্বাহ্নকে প্রকাশ করেছেন; 

وَالْأَرْضَ بَعْدَ ذَلِکَ دَحَاهَا ﴿۳۰﴾

এবং এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন। 

captcha