IQNA

নতুন বছরের প্রথম সপ্তাহে গাজায় ৭৪ শিশু শহীদ

17:06 - January 09, 2025
সংবাদ: 3476670
ইকনা- জাতিসংঘ ঘোষণা করেছে যে নতুন বছরের প্রথম সপ্তাহে গাজায় অন্তত ৭৪ শিশু নিহত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষণা করেছে: ইহুদিবাদী শাসক 2025 সালে গাজায় অবরুদ্ধ এলাকা জুড়ে হামলা ও অভিযানে কয়েক ডজন শিশুকে হত্যা করে শুরু করেছে এবং গত 15 মাসে, এটি শিশুদের বিরুদ্ধে সহিংসতার রেকর্ড ভেঙেছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহে ইহুদিবাদী শাসকদের হামলায় অন্তত ৩৩২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৭৪ জন শিশু। 4258981#

 

captcha