IQNA

সিরিয়ার বাহিনীর উপর হামলার দায় স্বীকার করল দায়েশ 

20:11 - May 30, 2025
সংবাদ: 3477466
ইকনা- দায়েশ তথা আইসিস সন্ত্রাসী গোষ্ঠী এক বিবৃতিতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত বাহিনীর উপর প্রথম হামলার দায় স্বীকার করেছে। 

আইসিস সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে যে তাদের বাহিনী সুইদা প্রদেশে সিরিয়ার সেনাদের পথে একটি বোমা পুঁতে রেখেছিল। 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে আরও ঘোষণা করেছে যে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সৈন্যদের উপর আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীর প্রথম আক্রমণে, ৭০তম সিরিয়ান ব্রিগেডের একজন সৈনিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, একটি টহল গাড়ির পথে বোমাটি বিস্ফোরিত হয় এবং নিহত ব্যক্তি গাড়িতেই ছিলেন।
যদিও গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা গ্রহণকারী নতুন সিরিয়ার সরকারের নিয়ন্ত্রিত এলাকায় আইসিসের হামলা বিরল, তবুও এই গোষ্ঠীটি উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই প্রসঙ্গে, সিরিয়ার কর্তৃপক্ষ এই সপ্তাহে ঘোষণা করেছে যে তারা দামেস্কের কাছে আইএসআইএস-সংশ্লিষ্ট একটি সেলের সদস্যদের গ্রেপ্তার করেছে।  4285434#

captcha