IQNA

গাজায় শহীদ হলেন ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা 

20:25 - August 06, 2025
সংবাদ: 3477832
ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গাজায় শহীদ হয়েছেন।
ইকনা-র প্রতিবেদন অনুযায়ী এবং সেদি আল-বালাদ থেকে উদ্ধৃত করে জানা যায়, সুলায়মান আল-উবাইদ, ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক তারকা, শহীদ হয়েছেন।
৪১ বছর বয়সী সুলায়মান আল-উবাইদ আজ বুধবার গাজা শহরে জায়নিস্ট সেনাদের গুলিতে শহীদ হন।
আল-উবাইদকে ফিলিস্তিন ফুটবল ইতিহাসের অন্যতম বিশিষ্ট খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়, যিনি একাধিক ক্লাবের হয়ে খেলেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ‘তোফান আল-আকসা’ অভিযানের পর থেকে এখন পর্যন্ত গাজার মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ১৫৮ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৪২ জনে পৌঁছেছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর জায়নিস্ট সাংবাদিক বারাক রাভিদ দাবি করেছেন যে, হামাসের সঙ্গে জায়নিস্টদের বন্দিমুক্তি সংক্রান্ত আলোচনা অচলাবস্থায় পড়েছে এবং নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা করছেন।
জায়নিস্ট যুদ্ধ মন্ত্রিসভা মঙ্গলবার গাজা উপত্যকা, বিশেষত এ অঞ্চলের দখল প্রসঙ্গে আলোচনা করতে বৈঠক করে, তবে মন্ত্রীরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি এবং এই পরিকল্পনার পুনর্বিবেচনা বৃহস্পতিবারে স্থগিত করা হয়েছে।
যখন আন্তর্জাতিক সমাজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করছে, তখনই জায়নিস্টদের অপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে। 4298613#
 
captcha