IQNA

জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে

23:42 - March 15, 2016
1
সংবাদ: 2600453
মাসুম ইমামগণ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যাতে আহলে বাইতের (আ.) অনুসারীদের সাথে যেমন আচরণ করি, তাদের শত্রুদের সাথেও যেন তেমন উত্তম আচরণ করি। কেননা এমন সুন্দর আচরণ বিপথগামীদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।
জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা নাজারী নৈতিকতা ক্লাসে বক্তৃতাকালে বলেন: রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের ৬ষ্ঠ পুরুষ এবং ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম ইমাম জাফর সাদীকের (আ.) একটি হাদীসে বর্ণনা করেন- মানুষের সাথে উত্তম আচরণ কর, চাই সে মুসলমান হোক, চাই মু'মিন ও আমাদের অনুসারী হোক কিংবা আমাদের বিরোধী। কেননা যখন কোন মু'মিন ব্যক্তির সাথে উত্তম আচরণ করবে, তখন তার মন ও অন্তর প্রসারিত হবে। আর যখন আমাদের বিরোধীদের সাথে সদাচরণ করবে, তখন তাদের মন ও অন্তর আমাদের দিকে উদ্বুদ্ধ হবে। ফলে তারা অন্ধকার থেকে আলোর দিকে অনুপ্রাণিত হবে।

আল্লাহ তায়ালা জনৈক আবেদ বা পরহেজগার ব্যক্তিকে দেয়া সম্মান ফেরেশতাদের নিকট উপস্থাপন করেন। ফেরেশতারা এ সম্মানকে যথেষ্ট না মনে করে আল্লাহর নিকট আরজ করে যে, আমাদের মনে হয় এ সম্মান এমন আবেদ বা পরহেজগার ব্যক্তির জন্য কম। অর্থাৎ একজন আবেদ ব্যক্তি কতই সম্মান ও মর্যাদার অধিকারি হতে পারে। সূত্র: শাবিস্তান

তিনি বলেন: মাসুম ইমামগণ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যাতে আহলে বাইতের (আ.) অনুসারীদের সাথে যেমন আচরণ করি, তাদের শত্রুদের সাথেও যেন তেমন উত্তম আচরণ করি। কেননা এমন সুন্দর আচরণ বিপথগামীদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন: মানুষ নিজ জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী আল্লাহর নিকট সম্মানিত হয়ে থাকে।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
hirnsfnu
0
0
20
captcha