IQNA

যে আয়াত তিলাওয়াত করে ক্ষুদে ক্বারি ক্রন্দন করলেন + ভিডিও

1:42 - August 02, 2016
সংবাদ: 2601310
আন্তর্জাতিক ডেস্ক: হেফজ প্রতিযোগিতায় এক ক্ষুদে ক্বারি জুমু'আ সুরা তিলাওয়াত করার সময় অঝোরে ক্রন্দন করে উঠেছেন। তার এই ক্রন্দনের ফলে প্রতিযোগিতার বিচারকমণ্ডলীও প্রভাবিত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: দক্ষিণ পূর্ব এশিয়ার এক দেশর এই ক্ষুদে ক্বারি পবিত্র কুরআনের জুমু'আ সুরা ৮ নম্বর আয়াত «قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ: তুমি বল, ‘তোমরা যে মৃত্যু হতে পলায়ন করছ অবশ্যই তা (মৃত্যু) তোমাদের সাথে সাক্ষাৎ করবে; অতঃপর তোমরা তাঁর নিকট প্রত্যানীত হবে যিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা এবং তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদের অবহিত করবেন।« তিলাওয়াত করের অঝোরে ক্রন্দন করেন এবং কিছু সময়ের জন্য নিশ্চুপ থাকেন। আর এরফলে প্রতিযোগিতার বিচারকমণ্ডলীও প্রভাবিত হয়েছেন।
iqna


captcha