IQNA

বোরকা পরায় দোকান থেকে বের করে দেয়া হলো

6:10 - August 06, 2016
সংবাদ: 2601330
আন্তর্জাতিক ডেস্ক: ইন্ডিয়ানার গ্যারি শহরে ‘ফ্যামিলি ডলার’ সং‌স্থার এক ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন ৩২ বছর বয়সী সারা সফি। তিনি সবসময় বোরকা পরেই চলাফেরা করেন।
বার্তা সংস্থা ইকনা: ইসলামী জঙ্গি দলগুলোর হামলার কারণে যুক্তরাষ্ট্রে ঘৃণা, আক্রোশ ও অপমানের মুখে পড়তে হচ্ছে সাধারণ শান্তিপ্রিয় মুসলিমদের। এবার ইন্ডিয়ানার একটি দোকানে বোরকা পরে প্রবেশ করায় মুসলিম নারীকে দোকান থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। 
ইন্ডিয়ানার গ্যারি শহরে ‘ফ্যামিলি ডলার’ সং‌স্থার এক ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন ৩২ বছর বয়সী সারা সফি। তিনি সবসময় বোরকা পরেই চলাফেরা করেন। কিন্তু দোকানে ঢোকার ১০ মিনিটের মধ্যেই সেখানকার এক কর্মী এসে তাকে বললেন, ‘বোরকা না খুললে দোকান থেকে চলে যেতে হবে।’ 
এই ঘটনায় বিস্মিত সাফি বলেছেন, ‘দোকান কর্মীর কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমার জন্ম হয়েছে গ্যারিতে। এখানেই বড় হয়েছি। বোরকাও পরছি বহু বছর। কিন্তু এমন কথা শুনিনি।’
বোরকা নিয়ে আপত্তি জানানোয় সাফি ওই কর্মীকে বোঝানোর চেষ্টা করেন এটা তার ধর্মীয় পরিচয়ের অঙ্গ। জবাবে কর্মী বলেন, ‘বুঝতে পারছি। কিন্তু এখানে খুব চুরি ডাকাতি হয়। তাই মুখ না দেখালে আপনাকে দোকানে থাকতে দিতে পারছি না।’
এই পর্যায়ে সাফির সাথে কথা কাটাকাটি শুরু হয়। সাফি বোরকা না সরানোয় দোকানি পুলিশ ডাকার হুমকি দেন। কিন্তু দোকানি জানতো না যে সাফি গোপনে তাদের কথোপকথন মোবাইলে রেকর্ড করে ফেলেছেন। এই ঘটনায় কাউন্সিল অব আমেরিকান মুসলিম রিলেশন্স বলেছে, এটা মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ। তথ্যসূত্র : এবিসি নিউজ/বাংলামেইল২৪

captcha