IQNA

ক্যাস্ত্রো'র নিকট থেকে বিশ্ববাসীর শিক্ষা

15:48 - November 27, 2016
সংবাদ: 2602041
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার এক সাংবাদিক ও রাজনৈতিক কর্মী ফিডেল ক্যাস্ত্রোর সম্পর্কে বলেছেন, ফিডেল ক্যাস্ত্রো বিশ্ববাসীকে শিখিয়ে গিয়েছেন কিভাবে স্বাধীনতা অর্জন এবং তা রক্ষা করতে হয়। এছাড়া তিনি প্রমাণ করে গিয়েছেন সাম্রাজ্যবাদ আমেরিকাকে প্রতিরোধ করা সম্ভব।

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার এই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী ফিডেল ক্যাস্ত্রোর সম্পর্কে এমন মন্তব্য তখনই করেছেন, যখন কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো টেলিভিশনে তার ভাই ফিডেল ক্যাস্ত্রোর মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

নিউইয়র্কের যুদ্ধবিরোধী কর্মীরা এবং সাংবাদিক 'ডন ডাবার' প্রেস টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন: যদি ফিডেল ক্যাস্ত্রো এবং কিউবার বিপ্লবের জন্য তাকে যারা সাহায্য করেছে, তাদের চেষ্টা যদি না থাকত, তাহলে হয়তোবা এখনও দক্ষিণ আফ্রিকায় জাতিবিদ্বেষ সহিংসতা এখনো বিরাজ করতো এবং এখনও অ্যাঙ্গোলা পর্তুগিজ উপনিবেশ হয়ে থাকত।

তিনি বলেন: পৃথিবীর যেই প্রান্তেই আমেরিকার উদ্ধত মনোভাবের বিরোধিতা করা হয়, সেখানেই ওয়াশিংটনে বৈরিতার সাক্ষ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন: সুতরাং বিশ্বের অন্যান্য দেশ যখন আমেরিকার উদ্ধত মনোভাবের বিরোধিতা করে, তখনই আপনারা তাদের বিরুদ্ধে আমেরিকার বৈরিতার প্রমাণ দেখতে পান। সেই দেশ ইরান, রাশিয়া, চীন, ব্রাজিল অথবা আর্জেন্টিনা হোক না কেন আমেরিকা তার বিরোধিতা করবে।

'ডন ডাবার বলেন, কিউবা বিশ্বের দেখিয়েছেন কয়েক লাখ নাগরিক নিয়ে গঠিত একটি ছোট দেশ ৫৫ বছরের অধিক সময়ে ধরে নিজের পায়ে দাড়িয়ে রয়েছে।

বলাবাহুল্য, কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে প্রথম কিউবার ক্ষমতায় আসেন ক্যাস্ত্রো। দেশের দায়িত্ব নিয়ে তিনি কিউবা থেকে মার্কিন প্রভাবের শেকড় উপড়ে ফেলেন। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ক্যাস্ত্রোকে অন্তত ১০ বার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। কিউবায় যতদিন ক্যাস্ত্রো ক্ষমতায় ছিলেন ততদিন আমেরিকায় ডোয়াইট আইজেনহাওয়ার থেকে শুরু করে জর্জ ডাব্লিউ বুশ পর্যন্ত ১০ জন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়।

কিউবার অধিকাংশ নাগরিক মনে করেন, ক্যাস্ত্রো দেশের ক্ষমতাকে জনগণের কাছে হস্তান্তর করেছেন।

প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের শাসনামলে ১৯৬১ সালে কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন সরকার। সেই সঙ্গে হাভানার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন যা অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে বলবত ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞার ফলে কিউবার অর্থনৈতিক উন্নতি থেমে থাকেনি।

iqna

captcha