IQNA

মুসলমানদের পক্ষে বর্ণবাদ বিরোধীদের ক্যাম্পেইন

15:50 - January 15, 2017
সংবাদ: 2602371
আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে সক্রিয় একটি দলের সদস্যরা ‘মুসলমানদের শপ থেকে কিনুন’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে।

ওয়াশিংটন টাইমসে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘মুসলমানদের শপ থেকে কিনুন’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার একটি দল। এতে ইসলামভীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মুসলমানদের প্রতি সমর্থন জানানোর জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।

শত শত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ২১ ও ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে আয়োজিত হবে এ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য এ নাগাদ ৬০০ জন নাম লিখিয়েছেন।

পোর্টল্যান্ড শহরের একটি হালার পন্য বিক্রেতা শপিং মলে হামলার প্রতিবাদে এ পদক্ষেপ গৃহীত হয়েছে। হামলাকারী ব্যক্তি বেস বলের ব্যাট দিয়ে ঐ শপিংমলের কাঁচ ভাংচুর করে।

পোর্টল্যান্ডের মেয়রও এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। তিনি নিজেও মুসলমানদের দোকান থেকে কিনবেন বল জানিয়েছেন।#3562859


captcha