IQNA

আলজেরিয়ায় কুরআন আমদানির ক্ষেত্রে নতুন আইন

16:04 - January 27, 2017
সংবাদ: 2602432
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় ধর্মীয় গ্রন্থ এবং পবিত্র কুরআন শরিফের পাণ্ডুলিপি আমদানির ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির প্রধানমন্ত্রী।
আলজেরিয়ায় কুরআন আমদানির ক্ষেত্রে নতুন আইন

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুল মালেক সিলাল প্রণয়নকৃত নতুন আইনে, আমদানিকারিরা শুধুমাত্র ধর্মীয় মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে দেশে ধর্মীয় গ্রন্থ এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপি আমদানি করতে পারবে।

নতুন আইন অনুযায়ী, ধর্মীয় গ্রন্থ এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপি আমদানি করার পূর্বে ধর্মীয় মন্ত্রণালয়ের নিকট পর্যালোচনার জন্য আবেদন করতে হবে। পর্যালোচনা করার পর গ্রন্থ সমূহ যদি দেশের জাতীয় ও ধর্মীয় ঐক্যের পরিপন্থী না হয়, সেক্ষেত্রে গ্রন্থসমূহ আমদানি করতে কোনো বাধা নেই এবং আমদানি করার জন্য অনুমোদন দেয়া হবে।

গ্রন্থসমূহ পর্যবেক্ষণের দায়িত্ব ধর্মীয় মন্ত্রণালয়, স্ব-মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক পঠন কমিটির নিকট ন্যস্ত করেছে। এই কমিটি গ্রন্থসমূহ পর্যবেক্ষণ করে আমদানির জন্য অনুমোদন অথবা প্রত্যাখ্যান করবে।

আলজেরিয়ার সরকার দেশটির সকল প্রকাশকদের এই নতুন আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে ঘোষণা করেছে, গ্রন্থ আমদানির ক্ষেত্রে যারা এই নতুন আইন মান্য করবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

iqna


captcha