IQNA

নিউজিল্যান্ডে হিজাবী নারীর উপর ইসলাম বিদ্বেষীর হামলা

23:54 - February 12, 2017
সংবাদ: 2602521
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের হ্যান্টিলি শহরে গতকাল (১১ই ফেব্রুয়ারি) এক হিজাবী নারীর ওপর ইসলাম বিদ্বেষী এক নারী হামলা চালিয়েছে।
নিউজিল্যান্ডে হিজাবী নারীর উপর ইসলাম বিদ্বেষীর হামলা

বার্তা সংস্থা ইকনা: মুসলিম নারী 'মেহপারাহ খান' ফেসবুকে তার নিজস্ব পেজে হামলার ভিডিওটি আপলোড করেছেন। ভিডিওতে দেখা যায় যে, ইসলাম বিদ্বেষী ঐ নারী মেহপারাহ খান'কে লক্ষ করে কাচের বোতল নিক্ষেপ করে। হামলার সময় মুসলিম নারীর সাথে তার দুই বান্ধবীও ছিল।

হামলাকারী ঐ সময় চিৎকার করে বলে: "এই জায়গা তোমাদের নয়, এখান থেকে চলে যাও"। এই কথা বলার পর কাচের বোতল দিয়ে মুসলিম নারীদের আঘাত করার চেষ্টা করে। এসময় এক ব্যক্তি ইসলাম বিদ্বেষী ঐ নারীর হামলায় বাধা দেয়ে।

উপস্থিত ব্যক্তিরা হামলার এই দৃশ্য দেখার পর পুলিশকে খবর দেয়।

হামলা ভিডিওটি প্রকাশ পাওয়ার পর একলক্ষের ওপর দর্শক এটাকে দেখেছে এবং ১৫ হাজারের উপর ফেসবুক ব্যবহারকারী এটাকে শেয়ার করেছে। এছাড়াও এই মুসলিম নারীর সমর্থনে সহস্রাধিক ব্যক্তি কমান্ট করেছে।

ভিডিওটি আপলোডের উদ্দেশ্য সম্পর্কে মেহপারাহ খান তার একাউন্টে লিখেছেন, সম্প্রতি নিউজিল্যান্ডে ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমি আশাকরি ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে জনগণ তাদের আচারণকে পরিবর্তন করবে।

iqna
captcha