IQNA

তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ + ছবি

23:52 - March 25, 2017
সংবাদ: 2602783
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের একটি মানবিক সহায়তা আঞ্জুমান সেদেশের ব্যাটম্যান প্রদেশের বিভিন্ন শহর ও গ্রামের স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের ৫০০ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ + ছবি
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের প্রতি স্কুল শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধি করার লক্ষ্যে 'হায়রাত' নামক মানবিক সহায়তা আঞ্জুমান পবিত্র কুরআনের ৫০০ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করেছে।
হায়রাত আঞ্জুমানের সদস্য 'শাহমুস তামিজ' বলেছেন: পবিত্র কুরআনের শিক্ষা থেকে দুরে থাকার কারণে বর্তামানে সমাজে অনেক সমস্যা পরিলক্ষিত হচ্ছে। মানুষ যদি পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে তাহলে সকল সমস্যা দূর হবে।
তিনি আরও বলেন: দুর্ভাগ্যবশত বর্তমানে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাজের ক্ষেত্রে আমরা পবিত্র কুরআনের শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি। এই বিষয়টি সমাজের সমস্যার একটি অন্যতম কারণ। সমাজ থেকে এই ধরণের সদস্য দূর করার জন্য জনগণ ও বিশেষ করে শিক্ষার্থীদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করে একটি দক্ষ ও কার্যকর সমাজ তৈরি করা সম্ভব।
iqna
তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ তুরস্কে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ





captcha