IQNA

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা;

আমেরিকাকে বিশ্বাস করবেন না; আঘাত করার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে

11:46 - June 21, 2017
সংবাদ: 2603299
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ইরাকের প্রধানমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে বলেন: অবশ্যই আমেরিকার বিরুদ্ধে সতর্ক হতে হবে এবং কোন ভাবেই তাদেরকে বিশ্বাস করা যাবে না। কারণ আমেরিকা ও তার সহযোগীরা 'ইরাকের ঐক্য, সংহতি ও স্বাধীনতা' চাই না।
আমেরিকাকে বিশ্বাস করবেন না; আঘাত করার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে
বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার প্রতি আস্থা রাখার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন ইরাকের স্বাধীনতা ও ঐক্য চায় না। তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মঙ্গলবার রাতে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মার্কিনীদের বিরুদ্ধে সারাক্ষণ সতর্ক থাকতে হবে এবং তাদেরকে কোনো অবস্থায় বিশ্বাস করা যাবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, আমেরিকা ও তার আঞ্চলিক তাবেদার শক্তিগুলো ইরাকের ঐক্য, সংহতি ও স্বাধীনতা চায় না।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিরোধী যুদ্ধে ইরাকের সর্বস্তরের জনগণের অভূতপূর্ব ঐক্যের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দায়েশ বিরোধী যুদ্ধে হাশদ আশ-শাবি’খ্যাত পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ইরাকের শক্তিমত্তার কেন্দ্রে আঘাত হানার লক্ষ্যে আমেরিকা হাশদ আশ-শা’বির বিরোধিতা করছে বলে তিনি উল্লেখ করেন।  আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা দায়েশ সৃষ্টি করেছে বলে তারা এই বর্বর জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করতে চায় না।
ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দিয়ে বলেন, ইরাকি জনগণের ঐক্যে ফাটল  ধরলেই আমেরিকা দেশটির মারাত্মক ক্ষতি করবে।  তিনি প্রশিক্ষণের নামেও ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করেন।
ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর শেষে মঙ্গলবার তেহরান সফরে আসেন। ইরান থেকে তিন কুয়েত সফরে যাবেন বলে কথা রয়েছে।
iqna



captcha