IQNA

সুইডেনে ইমাম হুসাইন (আ.)এর আজাদারী

16:01 - September 23, 2017
সংবাদ: 2603899
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহাররম মাসের প্রথম রাত থেকে সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামী সেন্টারে ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের স্মরণে শোকানুষ্ঠান শুরু হয়েছে।
সুইডেনে ইমাম হুসাইন (আ.)এর আজাদারী
বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহাররম মাস উপলক্ষে স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামী সেন্টারে বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর  থেকে শোকানুষ্ঠান শুরু হয়েছে এবং একাধারে ১১ দিন যাবত অব্যাহত থাকবে।
উক্ত শোকানুষ্ঠান প্রতি দিন স্থানীয় সময় ১৮:৩০টায় শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করা হয় এবং পরবর্তীতে জিয়ারাতে আশুরা, ইমাম হুসাইন (আ.)এর জীবনীর ওপর লিখিত কবিতা, আশুরার আলোকে বক্তৃতা, আজাদারী এবং মার্সিয়া পরিবেশিত হচ্ছে।
শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর মুসিবতের শানে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মিলানী নিজাদ এবং হাজি হুসাইন আখবারী।
iqna

সুইডেনে ইমাম হুসাইন (আ.)এর আজাদারী

সুইডেনে ইমাম হুসাইন (আ.)এর আজাদারী
captcha