IQNA

পবিত্র কুরআন ক্রয় করার জন্য উজবেকিস্তানে উপচে পড়া ভিড়

1:18 - April 03, 2018
সংবাদ: 2605419
আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের কুরআন প্রিন্ট ও প্রকাশনালয় থেকে প্রথমবারের মতো পবিত্র কুরআন প্রিন্ট করা হয়েছে। সেদেশের রাজধানী তাশখন্দের একটি বইয়ের দোকানে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ক্রয়ের জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উজবেকিস্তানের উজুদলিক রেডিও স্টেশন রিপোর্ট ঘোষণা করেছে, শনিবার তাশখন্দের জনগণ সেদেশের প্রথম প্রিন্টকৃত কুরআন শরিফের পাণ্ডুলিপি ক্রয় করার জন্য উক্ত শহরের একটি বইয়ের দোকানে ভিড় করেছে।
সেদেশের স্বাধীনতার পর এই প্রথমবার কুরআন ক্রয়ের জন্য এসকল উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে পবিত্র কুরআনের ২৫০ খণ্ড পাণ্ডুলিপি বিক্রয় হয়েছে।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি মিশরের "দারুস সালাম" প্রিন্ট ও প্রকাশনায়ের অনুমোদন স্বপক্ষে উজবেকিস্তানের "হিইলুল" প্রকাশনা থেকে প্রিন্ট হয়েছে। পাণ্ডুলিপিটির হাদিয়া ৩.৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
iqna

 

captcha