IQNA

আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামে কুরআন শরিফের ক্ষুদ্রতম পাণ্ডুলিপির প্রদর্শন + ছবি

4:07 - April 24, 2018
সংবাদ: 2605592
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানে কুরআন শরিফের ক্ষুদ্রতম পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়েছে। ১০ গ্রামেরও কম ওজনের এই পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার। অনন্য এই পাণ্ডুলিপিটি সেদেশের গাঞ্জি শহরের মিনিয়াটুরি জাতীয় মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে।

আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামে কুরআন শরিফের ক্ষুদ্রতম পাণ্ডুলিপির প্রদর্শন + ছবি


বার্তা সংস্থা ইকনা: অনেক গ্রন্থই রয়েছে যেগুলোর আকার এবং নকশার কারণে সকলের নিকটে আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে পবিত্র কুরআন শরিফের এই ক্ষুদ্রতম পাণ্ডুলিপিটি যা আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আকার এবং ওজনের দিক থেকে কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটিকে সেদেশের ক্ষুদ্রতম গ্রন্থ হিসেবে গণ্য করা হচ্ছে।
১০ গ্রামেরও কম ওজনের এই পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার। এই পাণ্ডুলিপিটি এই প্রদর্শনীর সবথেকে প্রাচীন গ্রন্থ। পাণ্ডুলিপিটি ১৬৭২ সালে সৌদি আরবে লেখা হয়েছে। অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও পবিত্র কুরআনের সকল আয়াত এই পাণ্ডুলিপিতে লেখা হয়েছে। স্বর্ণের কালি দিয়ে এই পাণ্ডুলিপিটি লেখা হয়েছে।
আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামটি ২০১৬ সালের ২১শে মার্চে উদ্বোধন হয়েছে। এই মিউজিয়ামে বিভিন্ন বিষয়ে লেখা বিশ্বের ২৯টি দেশের ১০৬৮টি ক্ষুদ্র গ্রন্থ রয়েছে।
iqna

 

captcha