IQNA

কুয়েতে বধিরদের জন্য কুরআনিক অ্যাপ

23:58 - July 29, 2018
সংবাদ: 2606333
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত এই বছরের শেষের দিকে বধিরদের জন্য প্রথম কুরআনিক অ্যাপ তৈরি করবে।

কুয়েতে বধিরদের জন্য বিশেষ কুরআনিক অ্যাপ

বার্তা সংস্থা ইকনা: এই অ্যাপটিতে সাংকেতিক ভাষায় তাফসির সহকারে পবিত্র কুরআনের ৩০ পারার তিলাওয়াত, ধর্মের অপরিহার্য বিষয়, পবিত্রতার আহকাম এবং নামাজের নিয়ম থাকবে। অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেম মোবাইলের জন্য এই অ্যাপটি নির্মাণ করা হবে।
এই অ্যাপ্লিকেশন কুয়েতের কুরআনিক আঞ্জুমান "আল-মানাবির"এর উদ্যোগে এবং "আহালী ইউনাইটেড" ব্যাংকের সহায়তায় চলতি বছরের শেষের দিকে নির্মাণ করা হবে।
কুরআনিক আঞ্জুমান আল-মানাবিরের ভাইস চেয়ারম্যান বলেন: এই অ্যাপটি নির্মাণ হলে বধিরগণ পবিত্র কুরআন সম্পর্কে অনেক কিছু জানিতে পারবেন। এছাড়াও ইসলাম ও নামাজ সম্পর্কে জ্ঞাত হবেন। এই অ্যপাটি নির্মাণের জন্য "আহালী ইউনাইটেড" ব্যাংক সর্বোপরি সহযোগিতা করছে। তাদের সহযোগিতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন: এ পর্যন্ত এই আঞ্জুমান বধিরদের জন্য কুরআনিক অনুষ্ঠান "মাওয়াহেবুর কুলুব", ওমরা হজ সফরের সুবিধা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য বসার বিশেষ স্থানসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করেছে।
iqna

 

captcha