IQNA

ইমাম মাহদী (আ.) হেদায়েতের প্রদীপ

20:58 - August 10, 2018
সংবাদ: 2606427
ইমাম রেজা(আ.) বলেছেন, ইমাম হচ্ছে পিপাসিতদের জন্য সুপেয় পানি, হেদায়েতের প্রদীপ এবং মুক্তির তরি। তারা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে হেদায়েত করেন। তারা অন্ধকার রাতের আলোর দিশা।

ইমাম মাহদী (আ.) হেদায়েতের প্রদীপ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গরম লাগলে মানুষ বেশী পিপাসিত হয়, তখন মানুষ ঠাণ্ডা পানির খোজ করে। আর এর থেকেও বেশী জরুরী হচ্ছে মানুষের আত্মার খোরাক জোগান। আর ইমামগণ হতাশ মানুষদের আত্মার খোরাক যোগায়। ইমামগণ মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ঠাণ্ডা পানিতে পরিতৃপ্ত করায়।

ইমাম রেজা(আ.) হতে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে : যখন মানুষ পিপাসিত হয় ইমাম তখন পিপাসা মিটায়, যখন মানুষ পথ হারায়, ইমাম তাদের পথ দেখায়। ইমাম উঁচু ঢিবির মশালের মত যা সবাইকে আলো দেয়। ইমাম গরম চাদরের মত মানুষকে ঠাণ্ডা থেকে রক্ষা করে। আবার শীতল বাতাসের মত গরম থেকে পরিত্রাণ দেয়। যারা ইমাম থেকে সরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। ইমাম মেঘের মত যা বৃষ্টি দান করে। সূর্যের মত আলো দান করে। ছাদের মত ছায়া দান করে। ইমাম জমিনের মত প্রশস্ত। তিনি স্বচ্ছ ঝর্ণাধারার মত পানি দান করেন। এবং ফুল বাগিচার মত ফুল ও সুবাস দান করেন।

captcha