IQNA

আমরা কি সত্যিই ইমাম মাহদীর প্রতীক্ষাকারী!

22:53 - November 21, 2018
সংবাদ: 2607297
আমাদের ইমামগণ হাজার বছর পূর্বেই বলেছেন যে, মু’মিনদের উপর এত বেশী চাপ এবং বালামুসবিত আসবে যে অনেকেই দ্বীন থেকে বের হয়ে যাবে। কিন্তু ঈমান থেকে বেরিয়া আসলেই কি তাকে আর কোন পরীক্ষা দিতে হবে না?

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা কি সত্যিই ইমাম মাহদীর প্রতীক্ষায় আছি, আমরা কি আসলেই চাই যে ইমাম মাহদীর আবির্ভাব হোক? আমরা কি ইমাম মাহদীর আবির্ভাবে রাজি ও সন্তুষ্ট হব? তিনি কি আমাদের কাজে রাজি আছেন?

তিনি কি রাজি আছেন তার সম্পদকে সেই কাজে ব্যয় করব যাতে তিনি সন্তুষ্ট নন? তিনি কি রাজি আছেন যে আমরা তার ও তার পবিত্র বংশের শিক্ষাকে অন্যভাবে প্রচার করব অথবা মোটেও প্রচার করব না?

সূত্র: আয়াতুল্লাহ বেহজাতের সমীপে ২য় খণ্ড, পৃ: ৬৫।

captcha