IQNA

সংযুক্ত আরব আমিরাতে "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষ সম্মেলনের উদ্বোধনী

23:17 - November 21, 2018
সংবাদ: 2607298
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "ডিজিটাল ওয়ার্ল্ডে শিশুদের মর্যাদা এবং সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শায়খ মুহাম্মদ বিন জায়েদ আলে নাহিয়ান।
শায়খ মুহাম্মদ বিন জায়েদ আলে নাহিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় বলেন: আমরা আমাদের পূর্বপুরুষ এবং ইসলামের মহান নবীর (সা.) অনুসরণের মাধ্যমে এখানে একত্রিত হয়েছে। নবী ও রাসূলগণ আমাদের হেদায়েতকারী। শান্তি, সহাবস্থান এবং স্নেহের ক্ষেত্রে তাদের পথ অনুসরণ করা আমাদের আবশ্যক।
সম্মেলনের শুরুতে আমিরাতের ১৭ বছরের ক্ষুদে উদ্ভাবক ফাতেমা আল-কায়বী শিশুদের প্রতিনিধি হিসেবে বক্তৃতা পেশ করেছেন। তিনি তার বক্তৃতায় বলেন: বর্তমানে লক্ষ লক্ষ শিশু ডিজিটাল বিশ্বের ঝুঁকিতে অবস্থান করছে। শিশুদের উৎসাহ প্রদানের জন্য ইন্টারনেট ও গণমাধ্যম তাদের এখতিয়ারে প্রদান করা হয়েছে এবং এগুলোর মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয়। কিন্তু এসকল সরঞ্জাম কখনও কখনও শিশুদের ক্ষতি করার জন্য ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষ সম্মেলনটি আবুধাবিতে দুই দিন ধরে অব্যাহত ছিল।
iqna

 

captcha