IQNA

মসজিদকে যাদুঘর রূপান্তর করার পরিকল্পনা করেছ ইসরাইল

22:26 - February 06, 2019
সংবাদ: 2607888
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইহুদি নিবাসী শহর “তাবারিয়া”র মেয়র বর্ণবাদী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে “আল-বাহরি” মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করার অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা: তাবারিয়া শহরের “আল-বাহরি” মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করার জন্য উক্ত শহরের পৌরসভার কর্মচারীরা ৪র্থ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে মসজিদের প্রাঙ্গণ ভেঙ্গে ফেলেছে।
নতুন মেয়রের এই পদক্ষেপটি মসজিদের সম্মানের কথা চিন্তা না করেই বাস্তবায়ন করা হচ্ছে।
এই মসজিদটি যায়নবাদীদের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে মসজিদে অগ্নি সংযোগ, গম্বুজে অবমাননাকর উক্তি লেখা এবং শয়তানীমূলক চিত্র অংকন করার ফলে ২০০০ সালে বন্ধ হয়ে যায়।
তাবারিয়া শহরে ইসলামী সম্পদগুলো জোর করে দখল কারার বিষয়টি এই প্রথম নয়। এর পূর্বেরও ইসলামী সম্পদ দখল করে কফি শপ অথবা পাবলিক প্লেসে পরিণত করেছে।iqna

 

captcha