IQNA

হিজবুল্লাহর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মনোভাবের কোনো ক্ষতি ব্রিটেন করতে পারবে না

18:15 - March 02, 2019
সংবাদ: 2608046
আন্তর্জাতিক ডেস্ক: ইরান বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মনোভাবের কোনো ক্ষতি করতে পারবে না ব্রিটিশ সরকার।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হিজবুল্লাহর একাধারে ইহুদিবাদী ইসরাইল এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে ইরান। পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের কঠোর নিন্দাও জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সব বলেন। তিনি বলেন, ইহুদিবাদী এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলার শিকার হয়েছে হিজবুল্লাহ। দায়েশের মতো সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের এবং গোটা অঞ্চলে তাদের পরাজয়ের প্রধান স্তম্ভই হলো হিজবুল্লাহ।

লেবাননের জনগণের মধ্যে হিজবুল্লাহ সমর্থন এবং দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিরোধ আন্দোলনের জোরালো উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি। তিনি ব্রিটিশ সরকারের পদক্ষেপকে ভ্রান্ত হিসেবে উল্লেখ করেন । এমন পদক্ষেপে মাধ্যমে লেবাননের জনগণের ব্যাপক অংশের অধিকারকে ব্রিটিশ সরকার অস্বীকার করেছে বলেও জানান তিনি।

গত সোমবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।  iqna.

 

captcha