IQNA

ফিলিস্তিনি ভূখণ্ডে ২৩ হাজার ভবন নির্মাণ করবে ইসরাইল

3:21 - March 13, 2019
সংবাদ: 2608120
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা ইকনা: সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছে, আগামী পাঁচ বছরে দখলকৃত পূর্ব জেরুজালেমে ২৩ হাজার ভবন নির্মাণ সংক্রান্ত একটি চুক্তিতে উপনীত হয়েছে সরকার।

এতে ব্যয় হবে ২৭৬ মিলিয়ন ডলার। বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৩১৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলের ২৩ হাজার ভবন নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে দেশটির একাধিক মন্ত্রণালয়। ইতোমধ্যেই নেতানিয়াহুর উপস্থিতিতে তারা এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছে। চুক্তিতে স্বাক্ষর করা মন্ত্রণালয়গুলো হচ্ছে অর্থ, ভূমি ব্যবস্থাপনা ও জেরুজালেম পৌর এলাকা সংক্রান্ত মন্ত্রণালয়।

চুক্তিতে জেরুজালেম সংলগ্ন এলাকাগুলোরও উন্নয়ন সাধনের কথা বলা হয়েছে। এছাড়া বিশাল নিয়ে অফিস ও বিনিয়োগ বিষয়ক অবকাঠামো তৈরিরও উল্লেখ রয়েছে চুক্তিতে।
নেতানিয়াহুর দাবি, জেরুজালেম শুধু ইহুদিদের একটি আবাসিক এলাকাই নয় বরং এটি হচ্ছে ইসরাইলের রাজধানী।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ১৯৮০ সালে পুরো জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। iqna

 

captcha