IQNA

বেলজিয়ামে কুরআন প্রতিযোগিতায় ৪৫ জন প্রতিযোগীর অংশগ্রহণ + ছবি

16:50 - April 02, 2019
সংবাদ: 2608249
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামে হেফজ ও তাজবিদ আলোকে ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার অনুষ্ঠান রবিবার বেলজিয়ান মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সেদেশের মাসমাখলিন শহরের “আল-ইসলাম” মসজিদের ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

বেলজিয়ান মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সালেহ আল-শালাভী প্রতিযোগিতার শুভেচ্ছা বক্তৃতায় মুসলমানদের ধর্মীয় পরিচয় সংরক্ষণের ক্ষেত্রে “আল-ইসলাম” মসজিদের আওতাধীন স্কুলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং  উক্ত অ্যাসোসিয়েশন কার্যক্রমের একটি প্রতিবেদন পেশ করেন।

বেলজিয়ান স্থানীয় কাউন্সিলের উপ-রাষ্ট্রপতি শাইখ মুহাম্মাদ আল-কাজাজ ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগীরা মোট ৫টি বিভাগে এই প্রতিযোগিতায় লড়াই করেছেন। বিভাগগুলো যথাক্রমে: এক হেজব হেফজ, দুই হেজব হেফজ, চার হেজব হেফজ, আট হেজব হেফজ, দশ হেজব হেফজ।

প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।  iqna

captcha