IQNA

কুয়েতে “আল হাসাভী” জাতীয় কুরআন প্রতিযোগিতা

18:40 - April 02, 2019
সংবাদ: 2608251
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে “মোবারক আব্দুল আজিজ আল হাসাভী” শিরোনামে ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। হেফজ এবং তাজবিদের আলোকে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতায় ২৭০০ জন কুয়েতি নাগরিক অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের “মিবরাতুল মুতামিযাইন” নামক কুরআনিক বিজ্ঞান বিষয়ক গবেষণা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল-সামিয়ী এব্যাপারে বলেন: “মোবারক আব্দুল আজিজ আল হাসাভী” শিরোনামে ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩০শে মার্চ শুরু হয়েছে। নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ৩০শে এপ্রিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন: চলতি বছরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের জন্য অপর এক বিভাগ রয়েছে। এই বিভাগে মোট ৮৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্থান নির্ধারণ করা হয়েছে।

ইউসুফ আল-সামিয়ী বলেন: সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে কুয়েতের ১৫০ জন নাগরিক অংশগ্রহণ করেছেন। “মোবারক আব্দুল আজিজ আল হাসাভী” ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় ৫০ শতাংশ নারী প্রতিযোগী রয়েছে। iqna

 

 

captcha