IQNA

হিউম্যান রাইটস ওয়াচ;

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জনের মধ্যে ৩৩ জন শিয়া মুসলমান

19:37 - April 25, 2019
সংবাদ: 2608412
আন্তর্জাতিক ডেস্ক: হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে, সৌদি আরবে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এই ৩৭ জনের মধ্যে ৩৩ জন শিয়া মুসলমান।

বার্তা সংস্থা ইকনা: আল-কুদস আল-আরবী পত্রিকা এক বিবৃতিতে লিখেছে, হিউম্যান রাইটস ওয়াচের গবেষক অ্যাডাম কোগেল ঘোষণা করেছেন, সৌদি আরবে যে ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে, তার মধ্যে ৩৩ জন শিয়া মুসলমান।

সৌদি আরবে মঙ্গলবার অন্তত ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার এই খবর জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে, এসব ব্যক্তি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল।

অন্যদিকে, মানবাধিকারকর্মী ও গণতন্ত্রকামী লোকজনের ওপর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে দমন-পীড়ন চালিয়ে আসছেন তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নামে হত্যা করা হয়েছে বলে নানা মহল থেকে দাবি করা হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরবি ভাষার পত্রিকা দৈনিক ওকাজ বলেছে, “দেশের ভেতরে সাম্প্রদায়িক ভেদাভেদ ও গোলযোগ সৃষ্টি এবং উগ্র সন্ত্রাসী চক্র গড়ে তোলার জন্য এসব ব্যক্তি তৎপর ছিল।” 

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিদের মধ্যে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়।  

উল্লেখ্য, সৌদি সরকার প্রতি বছর আলে সাউদের বিপরীতে অবস্থানরত অনেকেই বাক স্বাধীনতা এবং সন্ত্রাস মোকাবেলার অজুহাত দেখিয়ে ভারী শাস্তি ও মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। iqna

 

 

captcha