IQNA

আমিরাতের আল-ফুজায়রা বন্দরে বিস্ফোরণ

19:07 - May 12, 2019
সংবাদ: 2608522
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে আজ সকালে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিছু সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ (রোববার) দিনের প্রথম ভাগে (রাত্র ১টা থেকে ভোর ৪টার মধ্যে) এসকল বিস্ফোরণ ঘটে। টেলিভিশন চ্যানেলটি কয়েক ঘণ্টা পর এ ঘটনার ওপর প্রতিবেদন করেছে। এই বিস্ফোরণের শব্দ শহরের সকল প্রান্ত থেকে শোনা গিয়েছে।

আল-মায়াদিন চ্যানেল জানিয়েছে, ৭ থেকে ১০টি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছিল। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় আমেরিকা ও ফরাসি বিমান আল ফুজায়রা বন্দরের আকাশে উড়তে দেখা যায়।

বিস্ফোরণের ঘটনা অস্বীকার করল আমিরাত

এদিকে আমিরাতের আল ফুজায়রা বন্দরের স্থানীয় সরকার তথ্য অফিস এক বিবৃতিতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর অস্বীকার করেছে। প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করেছে, “আল ফুজায়রার  স্থানীয় সরকার বন্দরে বিস্ফোরণ এবং ট্যাংকারে আগুন লাগার খবর এবং তথ্যের নির্ভুলতা অস্বীকার করছে এবং এই বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে অব্যাহত রয়েছে”।

এই বিবৃতিতে, সংবাদমাধ্যমগুলোকে সচেতন হতে বলেছে এবং এই ব্যাপারে সরকারী সংবাদ উৎসগুলোর উপর ভারসা স্থাপন করতে বলেছে।  iqna

 

 

 

captcha