IQNA

উইঘুরে মসজিদ গুঁ'ড়িয়ে পাবলিক টয়লেট বানাল চীন!

0:01 - August 19, 2020
সংবাদ: 2611340
তেহরান (ইকনা): চীনের জিনজিয়ান প্রদেশে সংখ্যাল'ঘু উইঘুরদের নি'র্যাত'নের জন্য বরাবরই অভি'যু'ক্ত চীনা কমিউনিস্ট সরকার। এখন চীনা প্রশাসনের বিরু'দ্ধে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানে মসজিদের জায়গায় গণশৌচা'গার তৈরির অভি'যোগ উঠেছে।

নি'র্যাতনের পু'রনো অভি'যোগ আর মসজিদের জায়গায় গ'ণ'শৌচা'গার নির্মাণকে দেশটির চীনা সরকারের উইঘুর জাতিগোষ্ঠী নিশ্চি'হ্নের পরিক'ল্পনার আরেকটি প্রমাণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

২০১৬ সালে মসজিদ সংস্কারের নামে মুসলমানদের গণজমায়েতে নামাজ পড়ার স্থানগুলো গুঁ'ড়িয়ে দেয়ার পরিক'ল্পনা হাতে নেয় বেইজিং। ‘তোকুল’ মসজিদের জায়গায় শৌচাগার নির্মাণের কয়েকদিন আগে ওই শহরে থাকা তিনটি মসজিদের মধ্যে দুটি মসজিদ গুঁ'ড়িয়ে দেয়া হয়।

মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘা'ত করার জন্য এসব করা হয়েছে বলে এক প্রতি'বেদনে দাবি করেছে রেডিও ফ্রি এশিয়া। রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে আতুশ শহরের সুনতাঘ গ্রামের নেইবারহুড কমিটির প্রধান বলেন, ২০১৮ সালে তোকুল মসজিদ গুঁ'ড়িয়ে দেয়া হয়। পরে এখানে ওয়াশরুম, গেস্টরুম এবং শৌচাগার তৈরি করে উইঘুরবিরো'ধী হা'ন গোষ্ঠীর নেতারা।

চীনা সরকারের ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি রেডিও ফ্রি এশিয়াকে সাক্ষৎকার দেয়া উইঘুর সম্প্রদায়ের ওই ব্যক্তি। তিনি বলেন, এখন এটি একটি গ'ণশৌচা'গার। তবে উদ্বোধন করা হয়নি। নির্মাণকাজ শেষ হয়েছে। তিনি বলেন, এ এলাকায় গ'ণশৌচা'গার তৈরির কোনো প্রয়োজন ছিল না। স্থানীয় প্রতিটি বাড়িতে টয়লেট আছে।

সুনতাঘেও খুব একটা পর্যটক আসে না; যাদের জন্য গ'ণশৌচা'গার বানাতে হবে। তোকুল মসজিদের স্মৃ'তি মু'ছে ফেলার জন্য শৌ'চাগা'র বানানো হয়েছে। যাতে এখানে হাতেগোনা যে কয়জন পর্যটন আসেন, তারা যেন মসজিদের বিষয়টি জানতে না পারেন।

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবদেনে স্থানীয়দের বরাতে বলা হয়, ২০১৯ সালে সুনতাঘে'র আরেকটি মসজিদ গুঁ'ড়িয়ে দেয়া হয়। সেখানে একটি পানশালা তৈরি করা হয়েছে। যেখানে বর্তমানে ম'দ, সি'গারেট বি'ক্রি করা হচ্ছে। যেগুলো পান এবং গ্রহণ ইসলাম ধর্মে নিষি'দ্ধ।

২০১৬ সালের এক প্রতি'বেদ'নে বলা হয়, জিনজিয়ানের উইঘুরের হো'তানের লোপ কাউন্টির একটি মসজিদ গুঁ'ড়িয়ে দেয় ক'র্তৃপ'ক্ষ। পরে সেখানে ব্যায়ামাগার এবং বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে।

হোতান শহরের ইলছি এলাকার বাসিন্দারা রেডিও ফ্রি এশিয়াকে জানান, তাদের এলাকার একটি মসজিদকে ফ্যাক্টরি বানানো হয়েছে। এখন সেখানে স্থানীয় সিচুয়ানভিত্তিক কোম্পানি আন্ডারওয়ার তৈরি করছে। জিনজিয়ানে মুসলমানদের মসজিদ ছাড়াও ক'বরস্থা'নকে চীনা কর্তৃপক্ষ প'দ্ধতিগতভাবে গুঁ'ড়িয়ে দিচ্ছে। ২০১৬ সাল থেকে ন্য'ক্কারজ'নক এ প্রক্রিয়া জো'রদা'র করে চীন সরকার।
সূত্র: mtnews24

captcha