IQNA

আব্দুল বাসিত কী ওসিয়ত করেছিলেন

18:47 - December 17, 2020
সংবাদ: 2611970
তেহরান (ইকনা): বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসিত মুহাম্মদ আব্দুস সামাদের পুত্র তারিক আব্দুল বাসিত ইসলামিক বিশ্বের এই মহান ক্বারির মৃত্যুর ৩২ বছর পরে তাঁর ওসিয়ত বর্ণনা করেছেন।

এব্যাপারে তারিক আব্দুল বাসিত বলেন: আমার পিতা ওসিয়ত করেছিলেন যে, “নাফি’য় পদ্ধতিতে” কুরআন তিলাওয়াতের ফাইল প্রকাশ করা। আমার পিতা কুরআন তিলাওয়াতের এই ফাইলটি তাঁর মৃত্যুর দুই বছর আগে ১৯৮৬ সালে মরক্কোর রাজা মোহাম্মদ আল-খামিসের অনুরোধে রেকর্ড করেছিলেন।

বিশ্বখ্যাত এই ক্বারির ছেলে আরও বলেন: আমার পিতার ওসিয়ত পূরণের জন্য, মিশরের রেডিওতে “নাফি’য় পদ্ধতিতে” কুরআন তিলাওয়াতের এই অডিও ফাইলটি হস্তান্তর করেছে। তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো এই প্রচার করা হবে।

আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ ১৯২৭ সালে মিশরের আরমেন্ট শহরে জন্মগ্রহণ করেছেন। সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য তাকে “মক্কার সূর”, “গোল্ডেন স্বরযন্ত্রের ক্বারি” ও “স্বর্গীয় কণ্ঠের মালিক” নামে ডাকা হতো। তিনি ১৯৮৮ সালের ৩০শে নভেম্বর ইন্তেকাল করেন।  iqna

 

আব্দুল বাসিত কী ওসিয়ত করেছিলেন

 

captcha