IQNA

ইরাকে দায়েশের অভিযান নস্যাৎ করল হাশদ আশ-শাবি

0:03 - July 16, 2021
সংবাদ: 3470327
তেহরান (ইকনা): ইরাকের বাবেল প্রদেশের জারফ আন-নাসর শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জঙ্গিদের অনুপ্রবেশের অভিযান ব্যর্থ করেছে হাশদ আশ-শাবি।

সন্ত্রাসীর এই অভিযানে এই অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কিন্তু হাশদ আশ-শাবির ৪৫তম ব্রিগেডের বাহিনী সন্ত্রাসীদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। হাশদ আশ-শাবির সেনাদের প্রতিরোধের ফলে সন্ত্রাসীরা পশ্চাদপসরণ করে। আর এসময় তারা ল্যান্ড মাইন পুতে রেখে যায় এবং এই ল্যান্ড মাইন বিস্ফোরণের ফলে হাশদ আশ-শাবির ৪৫তম ব্রিগেডের বাহিনীর একজন সেনা শহীদ হন।

হাশদ আশ-শাবি জানিয়েছে বিস্ফোরণের স্থানটি অবরোধ করে রাখা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

ইরাক ও সিরিয়ার নিরাপত্তা সূত্রগুলি দায়েশ তথা আইএসের ফিরে আসার এবং পুনরায় সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের বিষয়ে সতর্ক করা পর ইরাকের বাবেলে  এই ঘটনা ঘটে। iqna

 

captcha