IQNA

ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ইসলামী বিপ্লবের সাফল্য ও লক্ষ্য’ শীর্ষক সেমিনার

12:15 - February 04, 2016
সংবাদ: 2600225
আন্তর্জাতিক ডেস্ক: ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের পক্ষ থেকে ‘ইসলামী বিপ্লবের সাফল্য ও লক্ষ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ইসলামী বিপ্লবের সাফল্য ও লক্ষ্য’ শীর্ষক সেমিনারঢাকায় অনুষ্ঠিত হবে ‘ইসলামী বিপ্লবের সাফল্য ও লক্ষ্য’ শীর্ষক সেমিনার

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের পক্ষ থেকে উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী ৫ম ফেব্রুয়ারি ঢাকার "বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন" অডিটোরিয়ামে উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

ইসলামী বিপ্লবের সাফল্য ও লক্ষ্যশীর্ষক সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী, শিল্পকলা একাডেমীর ড্রামা এন্ড ফিল্ম ডিপার্টমেন্টের ডাইরেক্টর সারা আরা মাহমুদ এবং ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি বক্তৃতা পেশ করবেন।

এছাড়াও দশ প্রভাত উপলক্ষে শিল্পকলা একাডেমী ও S.A.TV’র সহযোগিতায় এবং ইরান কালচারাল সেন্টারের উদ্যোগে ৭ম থেকে ১০ম ফেব্রুয়ারি পর্যন্ত ইরানি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বলাবাহুল্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মোট ৯টি ফিল্ম প্রদর্শন করা হবে। যারমধ্যে ৫টি সিনেমা বাংলা ভাষায় ডাবিংকৃত এবং ইংরেজিতে সাবটাইটেলকৃত বাকী ৪টি সিনেমা প্রদর্শন করা হবে।

iqna

captcha