IQNA

রাজনৈতিক বাধ্যবাধকতার আওতায় ফতোয়া জারি করি না; ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিল

18:34 - February 05, 2017
সংবাদ: 2602478
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ইসলামিক ধর্মীয় সংস্থা উলেমা কাউন্সিল ৩ম ফেব্রুয়ারি ঘোষণা করেছে: "আমরা রাজনৈতিক দলসমূহের চাপের মুখে ফতোয়া জারি করি না।"
রাজনৈতিক বাধ্যবাধকতার আওতায় ফতোয়া জারি করি না; ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিল

বার্তা সংস্থা ইকনা: আহোক নামে প্রসিদ্ধ চীনা বংশোদ্ভূত জাকার্তার গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামা তার এক বক্তৃতায় পবিত্র কুরআনকে অবমাননা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। কুরআন অবমাননার প্রতিবাদে ২০১৬ সালের ১১ই অক্টোবরে ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিল এক বিবৃতি প্রদান করে। এর পর থেকে এই কাউন্সিলটির বিরুদ্ধে রাজনৈতিক দলসমূহের চাপের মুখে ফতোয়া জারি করেছে বলে অভিযোগ আনা হয়।

ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিলের প্রধান আনোয়ার আব্বাস বলেন: "এই কাউন্সিল শুধুমাত্র জনগণের প্রয়োজন মোতাবেক ফতোয়া জারি করে।"

তিনি বলেন: "কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই এই কাউন্সিলকে ফতোয়া জারি করতে বাধ্য করবে।"

উলেমা কাউন্সিলের সদস্য 'বাখতিয়ার নাসির' বলেন: ফতোয়া জারির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং এই কাউন্সিল এই নিয়মের বাহিরে ফতোয়া জারি করতে পারে না।

iqna


captcha