IQNA

অস্ট্রেলিয়ান মুফতি;

ইসলামের সাথে হিজাবের কোন সম্পর্ক নেই!/ হিজাব সম্পর্কে কুরআনের দলীল

16:45 - February 09, 2017
সংবাদ: 2602503
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আযহারের আলেম এবং অস্ট্রেলিয়ান মুফতি 'মুস্তাফা রাশেদ টেলিভিশনের এক অনুষ্ঠানে দাবী করেছে, ইসলামের মূলনীতির সাথে হিজাবের কোন সম্পর্ক নেই!

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-আযহারের আলেম এবং অস্ট্রেলিয়ান মুফতি 'মুস্তাফা রাশেদ' ৬ ফেব্রুয়ারি টেলিভিশনের এক অনুষ্ঠানে দাবী করেছে, ইসলামের মূলনীতির সাথে হিজাবের কোন সম্পর্ক নেই!

আল আযহারের এই আলেম মিশরের ltc চ্যানেলের 'সাহুন নাওম' অনুষ্ঠানে নেকাবের ব্যবহার সম্পর্কে বলেছে: নেকাব ইসলামের চেহারাকে খারাপ করছে এবং এর মাধ্যমে অনেক অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে।

মুস্তাফা রাশেদ আরও দাবী করেছে: হিজাব এমনকি নেকাব ব্যবহারের জন্য শরিয়তগত কোন দলীল নেই। মুসলমানদের উচিত সঠিক আইন মেনে চলা।


পবিত্র কুরআনে হিজাব

মুস্তাফা রাশেদ স্ব-দলিলে হিজাবকে প্রত্যাখ্যান করলেও পবিত্র কুরআনে এ সম্পর্কে দলীল রয়েছে। পবিত্র কুরআনের আয়াতে বিভিন্ন ধরনের হিজাব এবং পোশাকের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যেমন: পবিত্র কুরআনের সূরা আহযাবের ৫৯ নম্বর আয়াত:

«يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا»

অর্থ: হে নবী! তুমি তোমার পতিœগণকে, কন্যাগণকে এবং বিশ্বাসীদের নারীগণকে বলে দাও যেন তারা তাদের চাদরগুলোর অবগুণ্ঠন ঝুলিয়ে রাখে; নিশ্চয়ই এটা তাদের (শালীন) পরিচিতির নিকটতর; ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অনন্ত করুণাময়।

এছাড়াও একই সূরার ৩৩ নম্বর আয়াত:

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

এবং তোমাদের গৃহে অবস্থান করবে, পূর্বের জাহেলি যুগের ন্যায় নিজেদের সজ্জিত করে প্রদর্শন করে বেড়িও না; এবং নামায প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হবে। আল্লাহ কেবল চান যে, হে আহলে বাইত! তোমাদের হতে সর্ব প্রকারের কলুষ দূরে রাখতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র রাখতে।

iqna
captcha