IQNA

ইমাম মাহদীর সৈন্যরা অতী বেশী নিষ্ঠাবান

7:44 - April 07, 2018
সংবাদ: 2605449
তারা ইমাম মাহদীর বিশ্বজনীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নানাবিধ কষ্ট সহ্য করে কিন্তু তারা তাদের এই প্রচেষ্টাকে অতি নগণ্য মনে করে, কেননা তারা হলেন অতি বেশী মুখলেস তথা নিষ্ঠাবান।

ইমাম মাহদীর সৈন্যরা অতী বেশী নিষ্ঠাবান


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তারা যেহেতু আল্লাহর জন্য কাজ করে তাই তাদের কোন কাজকেই তারা বড় বলে মনে করে না এবং নিজেদের এই প্রচেষ্টার জন্য কখনোই আল্লাহর কাছে নিজেদেরকে বড় বলে মনে করে না।

ইমাম মাহদীর এমন মুখলেস ও নিষ্ঠাবান সৈনিকদের সম্পর্কে আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: «قوم … لم یمنّوا علی الله بالصّبر و لم یستعظموا بذل أنفسهم فی الحق»؛ ইমাম মাহদীর সৈন্যরা হলে তারা যারা তাদের বিনয় ও ধৈর্যের কারণে কখনোই আল্লাহর কাছে নিজেদেরকে বড় বলে মনে করেন না এবং তারা যে আল্লাহর রাস্তায় তাদের সব কিছু বিসর্জন দিচ্ছেন তার জন্য কোন গর্ব বা বড়াই করেন না।

এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহদীর সৈন্যরা কোন সাধারণ মানুষ নন। তারা হলেন ঐশী ও যোগ্য মানুষ এবং তারা ইমাম মাহদীর বিশেষ সৈন্যদের অন্তর্ভুক্ত।

captcha