IQNA

ফ্রান্সের গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ৩

21:22 - July 26, 2016
সংবাদ: 2601266
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গির্জায় সন্ত্রাসীদের জিম্মির ঘটনায় ২ জন জিম্মি সহ গির্জার যাজক নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের পুলিশ আজ (২৬শে জুলাই) জানিয়েছে: দেশটির উত্তরাঞ্চলীয় সেন্ট-এতিনদু-রুউভরেশহরের নরম্যান্ডি অঞ্চলের একটি গির্জায় আজ চাকু হাতে দুই সন্ত্রাসী পাঁচ জনকে জিম্মি করে।

ফ্রান্স টিভি ঘোষণা করেছে, গির্জার ভিতরে দুই সন্ন্যাসী সহ অপর দুই ব্যক্তি জিম্মি করে সন্ত্রাসীরা। জিম্মিকারীরা ছুড়ি দিয়ে গির্জার যাজকের ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করে।

জিম্মির ঘটনার খবর পেয়ে ফ্রান্সের পুলিশ গির্জার আশেপাশের রাস্তা বন্ধ করে এবং ঘাতকদের হত্যা করে।

ফরাসি প্রেসিডেন্ট 'ফ্রাসোয়া ওলাদ' ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফ্রান্সের নিস হামলার মাত্র ১২ দিনের মাথায় এই ঘটনা ঘটেছে। নিস শহরে বাস্তিল দিবস উদযাপন অনুষ্ঠানে এক সন্ত্রাসী ট্রাক হামলা চালায়। এ হামলার ফলে ৮৪ জন নিহত হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে।

ফরাসি সন্ত্রাসী বিরোধী ইউনিট গির্জায় হামলার ব্যাপারে বলেছে: এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: এই হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও সনাক্ত করা হয়নি।

তিনি আরও বলেন: অপর চার জিম্মি গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

iqna


captcha