IQNA

বসনিয়ায় মসজিদ ও কুরআনিক কেন্দ্র সংস্করণ

23:53 - May 14, 2017
2
সংবাদ: 2603087
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধের কারণে বেশ কিছু মসজিদ ও কুরআনিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি ইসলামিক দেশের প্রচেষ্টায় এসকল মসজিদ ও কুরআনিক কেন্দ্র পুনর্নির্মাণ করা হবে।
বসনিয়ায় মসজিদ ও কুরআনিক কেন্দ্র সংস্করণ
বার্তা সংস্থা ইকনা; বসনিয়া ও হার্জেগোভিনায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে সার্ব বাহিনী হামলার ফলে বেশ কিছু মসজিদ ও কুরআনিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২২ বছর পর কয়েকটি ইসলামিক দেশের আর্থিক অনুদানের মাধ্যমে সেদেশের ক্ষতিগ্রস্ত মসজিদ ও কুরআনিক কেন্দ্র পুনর্নির্মাণ করা হবে।
ইসলামী বসনিয়া ও হার্জেগোভিনার কমিউনিটির ধর্ম বিষয়ক উপদেষ্টা 'নুসরাত ইবাদী বেগুইচ' বলেন: এসকল মসজিদ ও ইসলামিক কেন্দ্র পুনর্নির্মাণ করা জরুরি ছিল এবং এর জন্য আমরা আনন্দিত যে. ইসলামি দেশসমূহ বসনিয়ার ক্ষতিগ্রস্ত মসজিদ ও ইসলামিক কেন্দ্রসমূহ পুনর্নির্মাণের জন্য এগিয়ে এসেছে।
বসনিয়ায় যুদ্ধ অথবা বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধ একটি আন্তর্জাতিক সশস্ত্র যুদ্ধ ছিল। বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার মধ্যে সংগঠিত এই যুদ্ধ ১৯৯২ সালের ৫ম এপ্রিলে শুরু হয় এবং ১৯৯৫ সালের ১৪ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। আমেরিকার ওহাইও প্রদেশের ডেটর শহরে ডেটর সমঝোতার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।
উল্লেখ্যে, এই যুদ্ধের ফলে বসনিয়া ও হার্জেগোভিনার ৮৩২টি মসজিদ ও ইবাদতের স্থান, ৬৯টি কুরআন প্রশিক্ষণ সেন্টার, ৩৭টি মাযার এবং ৪০৫টি ধর্মীয় ও ঐতিহাসিক শিল্পের ক্ষতি সাধন হয়।
iqna




প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
uravqpjn
0
0
20
qjsqgkoc
0
0
20
captcha