IQNA

মিনেসোটায় জনপ্রিয়তার তৃতীয় স্থানে রয়েছে "মুহাম্মাদ"

0:48 - January 09, 2018
সংবাদ: 2604752
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মিনেসোটার প্রদেশের সেন্ট ক্লাউড হাসপাতাল নবজাতক শিশুর নামের আলোকে বার্ষিক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় "মুহাম্মাদ" নfমটি জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে।

 মিনেসোটায় জনপ্রিয়তার তৃতীয় স্থানে রয়েছে

 

বার্তা সংস্থা ইকনা: ক্লাউড হাসপাতাল হতে প্রকাশিত ২০১৭ সালের তালিক অনুযায়ী, "মুহাম্মাদ"নামটি হেনরি ও লিয়াম পরে অবস্থান করছে। অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এই নামটি।

২০১৩ সাল থেকে ক্লাউড হাসপাতালের কর্তৃপক্ষ এই হাসপাতালে জন্মগ্রহণকারী নবজাতক শিশুর জনপ্রিয় ২০টি প্রকাশ করে আসছে। ২০১৫ সালে "মুহাম্মাদ" নামটি প্রথম বারের মতো জনপ্রিয়তার দিক থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করেছে।

মিনেসোটায়য় বসবাসকৃত অধিকাংশ মুসলিম নাগরিক সোমালিয়ার অভিবাসী। সোমালিয়ার অভিবাসীদের পরিবারের সদস্য সংখ্যাও অধিক।সেন্ট ক্লাউডের ৬৭ হাজার জনগণের মধ্যে ‌‌১৪ শতাংশ জনগণই সোমালিয়ার অভিবাসী।

২০০২ সালের পর থেকে ৫৪ হাজারের অধিক অভিবাসী সোমালিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে।

ব্রিটিশ ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে নবজাতক শিশুর জনপ্রিয় নাম হিসেবে "মুহাম্মাদ" নামটি শীর্ষ স্থানে রয়েছে।

এছাড়াও নরওয়ের ইতিহাসে প্রথমবারের মতো সেদেশের রাজধানী অসলো'য় ছেলে শিশুদের জনপ্রিয় নাম হিসেবে মুহাম্মাদ নামটি শীর্ষ স্থানে রয়েছে।

iqna

 

 

captcha