IQNA

কুরআন হেফজ করলেন জর্ডানে ৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা

23:45 - September 30, 2018
সংবাদ: 2606857
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা "নুরা আল-ওয়ারদাত" তার শৈশবকালের ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছেন। শৈশবকালের কুরআন হেফজ করার আকাঙ্ক্ষা নুরা আল-ওয়ারদাত ৭৪ বছর বয়সে পূরণ করেছেন।


বার্তা সংস্থা ইকনা: লিখতে ও পড়তে না জান নুরা আল-ওয়ারদাত ৭৪ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
তিনি এ ব্যাপারে বলেন: জীবনে হতাশা বা নিরাশার কোন স্থান নেই। আমি আমার দীর্ঘ ৬০ বছরের ইচ্ছে পূরণ করতে সক্ষম হয়েছি।
কুরআন হেফজের ব্যাপারে বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করে নুরা বলেন: কুরআন হেফজের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা ও শক্তি ব্যবহার করেছি এবং সবসময় কুরআন হেফজ করেছি।
নুরা আল-ওয়ারদাত ১৬ বছর পূর্বে প্রথমবারের মতো ইরবিদ প্রদেশের "আমরাভাত" নামক একটি কুরআন হেফজ সেন্টারে কুরআন হেফজ করা শুরু করেন।
সেসময় তিনি বিভিন্ন স্তর পাস করার পর কুরআন তিলাওয়াত করার অনুমতি পান এবং চারবার কুরআন খতম করেন।
জর্ডানের নুরা আল-ওয়ারদাতের শিক্ষিকা নিয়ামাতুল ফাওজান বলেন: নুরা আল-ওয়ারদাত লিখতে ও পড়তে পারতেন না। নিরক্ষর হওয়া সত্ত্বেও তিন তার দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
iqna

 

captcha