IQNA

রাশিয়ায় ইসলামি টিভি চ্যানেল চালু করা হবে

23:45 - January 20, 2011
সংবাদ: 2067968
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: রাশিয়া সরকার কর্তৃক প্রায় তিন বছর পূর্বে শুরু করা এ প্রকল্পের কাজ আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সমাপ্ত হবে। এ টিভি চ্যানেল বিভিন্ন ধর্মের মাঝে পারস্পারিক সম্মান বৃদ্ধির নিমিত্তে চালু করা হচ্ছে।
Muslimness এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: যুব সমাজসহ বিভিন্ন বয়সের লোকদের জন্য বিভিন্ন ইসলামি অনুষ্ঠানমালা এ চ্যানেল হতে প্রচারিত হবে। এছাড়া পবিত্র কোরআন প্রশিক্ষণের উপর বিশেষ অনুষ্ঠানও এ চ্যানেল হতে প্রচারিত হবে।
স্যাটালাইট এ চ্যানেলটি রাশিয়া বসবাসরত ২ কোটি মুসলমানের জন্য চালু করা হচ্ছে। যারা এ দেশের মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগ।
রাশিয়ার গ্রান্ড মুফতি রাভিল আইনুদ্দীন এ চ্যানেল চালু করা সম্পর্কে বলেন: বিভিন্ন ধর্মের মাঝে পারস্পারিক সম্মান বৃদ্ধির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা বিশ্বাস করি।
রাশিয়ার মুসলমানদের মতে, এ চ্যানেলটি চালু করার ফলে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ হ্রাস পাবে এবং এদেশে মুসলমান ও ইসলাম ধর্মের ব্যাপারে মানুষের মনে ইতিবাচক মনোভাবের সৃষ্টি হবে।#733508
captcha