ইকনা- তেহরানে "কুদস কুরআনিক আর্মি" শিরোনামে ব্যবস্থাপক, ছাত্র, অধ্যাপক, ক্বারি এবং হাফেজগণ সহ দেশের কুরআনীক কর্মীদের উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহণকারীরা ইহুদিবাদী শাসক কর্তৃক হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার নিন্দা জানান এবং প্রতিরোধের সর্বোচ্চ নেতা এবং প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।