IQNA

কানাডায় কুরআন পরিচিতি বিষয়ক কর্মসূচী

20:42 - February 29, 2016
সংবাদ: 2600370
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্ম সম্পর্কে অস্পষ্টতা দূর করার উদ্দেশ্যে কানাডার সাসকাচেওয়ান প্রদেশের রেজাইনা শহরের ‘সানরাইজ' গণগ্রন্থাগারে ‘কুরআন পরিচিতি' কর্মসূচীর আয়োজিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রেজাইনা শহরের বাসিন্দা লোকমান বাশির জানিয়েছেন, কুরআন বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপনের লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন: ইসলামের প্রকৃত শিক্ষার বিষয়ে অবগত করার লক্ষ্যে আয়োজিত এ ধরণের কর্মসূচীর মাধ্যমে জনসাধারণকে মুসলমানদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়া হয় এবং তারাও কুরআনিক শিক্ষা সম্পর্কে পরিচিতি লাভ করতে পারে।

লোকমান বাশির বলেন: বর্তমান প্রেক্ষাপটে এ ধরণের বিষয়াদি অত্যন্ত জরুরি। কিছু কিছু উগ্রতাবাদী আমাদের সন্ধির ধর্মকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করছে। অথচ ইসলাম ধর্মের শাব্দিক অর্থ হল সন্ধি বা শান্তি।

তিনি বলেন: আইএসআইএল ও তালেবানের মত সন্ত্রাসীরা মুসলমান নয়। যা কিছু সন্ধি ও শান্তির সাথে বৈপরিত্ব রাখে তা ইসলাম নয়।

উল্লেখ্য, এ কর্মসূচীতে পবিত্র কুরআন পরিচিতির পাশাপাশি ইসলাম ও মুসলমানদের বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করা হয়।#3479275

সূত্র: Leader Post

captcha